Weight Loss Tips: শুধু গ্রিন টি খেলেই হবে না! সঙ্গে মেশান এক চিমটে এই গুঁড়ো, কয়েকদিনেই ঝরবে মেদ

Last Updated:
অনেকেই ওজন কমাতে গ্রিন টি পান করে থাকেন। ওজন ঝরাতে চাইলে শুধু গ্রিন টি খেলেই চলবে না। সেইসঙ্গে মেনে চলতে হবে কিছু বিশেষ নিয়ম।
1/8
নিয়ম মেনে শরীরচর্চা, ডায়েটের খাবারদাবার, কায়িক পরিশ্রম করলেও শরীর ফিট থাকে না। শরীর ফিট রাখতে মানতে হবে নিয়ম।
নিয়ম মেনে শরীরচর্চা, ডায়েট, পরিমাপ মেনে খাওয়া-দাওয়া, কায়িক পরিশ্রম করলেও শরীর ফিট থাকে না। শরীর ফিট রাখতে মানতে হবে নিয়ম।
advertisement
2/8
অভিজ্ঞ চিকিৎসক দিব্যা নাজ জানান, অনেকেই মেদ ঝড়াতে গ্রিন টি পান করে থাকেন। তবে মেনে চলতে হবে কিছু বিশেষ নিয়ম।
অভিজ্ঞ চিকিৎসক দিব্যা নাজ জানালেন, অনেকেই মেদ ঝরাতে গ্রিন টি পান করে থাকেন। তবে মেনে চলতে হবে কিছু বিশেষ নিয়ম।
advertisement
3/8
ওজন ঝরাতে চাইলে শুধু গ্রিন টি খেলেই চলবে না। এই চায়ের মধ্যে দারচিনির গুঁড়ো মেশানো ভাল। মেদ ঝরাতে এই গুঁড়োর জুটি নেই।
ওজন ঝরাতে চাইলে শুধু গ্রিন টি খেলেই চলবে না। এই চায়ের মধ্যে দারচিনির গুঁড়ো মেশানো ভাল। মেদ ঝরাতে এই গুঁড়োর জুটি নেই।
advertisement
4/8
গ্রিন টি-তে মেশান কয়েক ফোঁটা পুদিনা পাতার রস মেশালেও উপকার পাওয়া যায়। ওজন কমাতে পুদিনা পাতার রস দারুণ উপকারী।
গ্রিন টি-তে মেশান কয়েক ফোঁটা পুদিনা পাতার রস মেশালেও উপকার পাওয়া যায়। ওজন কমাতে পুদিনা পাতার রস দারুণ উপকারী।
advertisement
5/8
গ্রিন টি-র সঙ্গে মেশাতে পারেন লেবুর রস ও আদা। দিনে বার তিনেক এই চা পান করুন। তবে সহজে মেদ ঝড়াতে পারবেন নিশ্চিত।
গ্রিন টি-র সঙ্গে মেশাতে পারেন লেবুর রস ও আদা। দিনে বার তিনেক এই চা পান করুন। তবে সহজে মেদ ঝড়াতে পারবেন নিশ্চিত।
advertisement
6/8
অনেকে সকালে গ্রিন টি খেলেও সঙ্গে উচ্চ ক্যালরির বিস্কুট কিংবা নোনতা খাবার খান। এই অভ্যাসের ভুলেই ওজন বেড়ে যায়।
অনেকে সকালে গ্রিন টি খেলেও সঙ্গে উচ্চ ক্যালরির বিস্কুট কিংবা নোনতা খাবার খান। এই অভ্যাসের ভুলেই ওজন বেড়ে যায়।
advertisement
7/8
সকালে উঠেই খালি পেটে গ্রিন টি-তে চুমুক না দেওয়াই স্বাস্থ্যের জন্য ভাল। খালি পেটে চা খেলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে।
সকালে উঠেই খালি পেটে গ্রিন টি-তে চুমুক না দেওয়াই স্বাস্থ্যের জন্য ভাল। খালি পেটে চা খেলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে।
advertisement
8/8
রাতে চা খেলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। রাত জাগলে হজমের সমস্যায় হয়। তাই রোগা হতে চাইলে সন্ধের পর চা খাওয়া বন্ধ করুন।
রাতে চা খেলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। রাত জাগলে হজমের সমস্যায় হয়। তাই রোগা হতে চাইলে সন্ধের পর চা খাওয়া বন্ধ করুন।
advertisement
advertisement
advertisement