সিজনাল ফ্লাওয়ার বলে এই ফুলের বিশেষ যত্নও নিতে হয় না। প্রথম সাত দিন শেডের নীচে রাখতে হয়। তার পর শিশিরের নীচে রাখতে হবে। গাছে অল্প অল্প জল দিতে হবে। খেয়াল রাখতে হবে, জল যেন টবে দাঁড়িয়ে না থাকে। গাছে পাতলা খোলের জল দিতে হবে। তার জন্য খোল সাত দিন ভেজান। খোল ভিজিয়ে রাখার পর পাতলা জলটা গাছে দিন। মোটা খোল হলে কিন্তু গাছ মরে যাবে। উপর থেকে পাতলা খোলের জলটা দিলে গাছের বৃদ্ধি ভাল, ফুলও ভাল হয়। সার হিসেবে দেওয়ার জন্য মাটির মধ্যে চা-পাতা, নানা আনাজের খোসা মাটি, গোবর সার ঢেলে ঢাকা দিয়ে পচাতে হবে। ভাল করে শুকিয়ে গেলে, ওই মাটি ঝুরঝুরে করে গাছের গোড়ায় দিন। খোলের জল পাতলা করে সপ্তাহে দু’দিন দিলে খুব ভাল। জলের নিয়ন্ত্রণ থাকে বলে, গাছে পাথুরে কয়লার ছাই দিলে আরও ভাল ভাবে বেড়ে ওঠে।
advertisement
আরও পড়ুন: চাষে করেই লাখপতি! চলতি শীতে তাড়াতাড়ি জমিতে লাগিয়ে ফেলুন এই সবজি!
আরও পড়ুন: দোকানেরটা ভুলে যাবেন, বাড়িতেই বানিয়ে ফেলুন লিট্টি চোখা! সহজ রেসিপি শিখে নিন
এই গাছ লাগানোর ৭৫ থেকে ৮০ দিন পর থেকেই গাছে কুঁড়ি আসা শুরু করে। এছাড়া তিন মাস পরে গাছে ফুল ফোটা শুরু করে। প্রথমে লম্বা ডাটিতে কুঁড়ি বের হবে তারপর ফুল ফুটবে। ১০০ দিন পর থেকে ফুল ফুটতে শুরু করবে গাছে। এভাবেই খুব সহজে এই জেরেনিয়াম গাছের পরিচর্যা করতে পারবেন।
পিয়া গুপ্তা





