TRENDING:

North Dinajpur News: বসন্তকাল পর্যন্ত ফুল দেবে ফুলের রাজা জেরেনিয়াম! শুধু এইভাবে করতে হবে পরিচর্যা

Last Updated:

শুধু শীতকালেই নয়, সঠিকভাবে পরিচর্যা করলে বসন্তকাল পর্যন্ত জেরেনিয়ামে ফুল দেখা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: শীতকালীন মরশুমে বিভিন্ন রংবেরঙের ফুল দিয়ে বাড়ি সাজাতে কে না চায়। তবে শীতকালীন এই মরশুমে সব ফুলেদেরকে হার মানাবে জেরেনিয়াম। প্রচন্ড শীতে এই ফুলের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। মূলত ফেব্রুয়ারি, মার্চ থেকে ফুল দেওয়া শুরু হয় এই গাছে। তবে শুধু শীতকালেই নয়, সঠিকভাবে পরিচর্যা করলে বসন্তকাল পর্যন্ত জেরেনিয়াম ফুল দেখা যায়। এই ফুল গাছগুলি নানা রঙের হয় যেমন লাল, সাদা গোলাপি বিভিন্ন রং এর জেরেনিয়াম দেখা যায়। খুব বেশি যত্নের প্রয়োজন নেই এই ফুলের। শুধু সঠিকভাবে মাটি তৈরি করলে ও জল দিলে দিব্যি অনেকদিন পর্যন্ত ভাল থাকে এই গাছ।
advertisement

সিজনাল ফ্লাওয়ার বলে এই ফুলের বিশেষ যত্নও নিতে হয় না। প্রথম সাত দিন শেডের নীচে রাখতে হয়। তার পর শিশিরের নীচে রাখতে হবে। গাছে অল্প অল্প জল দিতে হবে। খেয়াল রাখতে হবে, জল যেন টবে দাঁড়িয়ে না থাকে। গাছে পাতলা খোলের জল দিতে হবে। তার জন্য খোল সাত দিন ভেজান। খোল ভিজিয়ে রাখার পর পাতলা জলটা গাছে দিন। মোটা খোল হলে কিন্তু গাছ মরে যাবে। উপর থেকে পাতলা খোলের জলটা দিলে গাছের বৃদ্ধি ভাল, ফুলও ভাল হয়। সার হিসেবে দেওয়ার জন্য মাটির মধ্যে চা-পাতা, নানা আনাজের খোসা মাটি, গোবর সার ঢেলে ঢাকা দিয়ে পচাতে হবে। ভাল করে শুকিয়ে গেলে, ওই মাটি ঝুরঝুরে করে গাছের গোড়ায় দিন। খোলের জল পাতলা করে সপ্তাহে দু’দিন দিলে খুব ভাল। জলের নিয়ন্ত্রণ থাকে বলে, গাছে পাথুরে কয়লার ছাই দিলে আরও ভাল ভাবে বেড়ে ওঠে।

advertisement

আরও পড়ুন: চাষে করেই লাখপতি! চলতি শীতে তাড়াতাড়ি জমিতে লাগিয়ে ফেলুন এই সবজি!

আরও পড়ুন: দোকানেরটা ভুলে যাবেন, বাড়িতেই বানিয়ে ফেলুন লিট্টি চোখা! সহজ রেসিপি শিখে নিন

View More

এই গাছ লাগানোর ৭৫ থেকে ৮০ দিন পর থেকেই গাছে কুঁড়ি আসা শুরু করে। এছাড়া তিন মাস পরে গাছে ফুল ফোটা শুরু করে। প্রথমে লম্বা ডাটিতে কুঁড়ি বের হবে তারপর ফুল ফুটবে। ১০০ দিন পর থেকে ফুল ফুটতে শুরু করবে গাছে। এভাবেই খুব সহজে এই জেরেনিয়াম গাছের পরিচর্যা করতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: বসন্তকাল পর্যন্ত ফুল দেবে ফুলের রাজা জেরেনিয়াম! শুধু এইভাবে করতে হবে পরিচর্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল