Tomato Cultivation: চাষে করেই লাখপতি! চলতি শীতে তাড়াতাড়ি জমিতে লাগিয়ে ফেলুন এই সবজি!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Tomato Cultivation: শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজির বাহার। তবে এই শীতে বাড়ির টবেই লাগিয়ে ফেলতে পারেন বিশেষ ধরণের টম্যাটো। শীতকালে বিভিন্ন ধরনের টম্যাটো চাষ করা হয়। তবে, শীতকালীন সর্বশ্রেষ্ঠ টম্যাটো জাতগুলির মধ্যে একটি হল চকলেট টম্যাটো।
উত্তর দিনাজপুর: শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজির বাহার। তবে এই শীতে বাড়ির টবেই লাগিয়ে ফেলতে পারেন বিশেষ ধরণের টম্যাটো। শীতকালে বিভিন্ন ধরনের টম্যাটো চাষ করা হয়। তবে, শীতকালীন সর্বশ্রেষ্ঠ টম্যাটো জাতগুলির মধ্যে একটি হল চকলেট টম্যাটো। সুস্বাদু উচ্চ পুষ্টিগুণে ভরপুর ভিটামিন এ, ভিটামিন সি এছাড়া ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চকলেট টম্যাটো।
আরও পড়ুনঃ শীতে আপেল,কমলা নয়! পাতে রাখুন এই লাল ‘ফল’! রোগভোগ ঘেঁষবেনা কোনও ভাবেই, ৫০-এ তরতাজা যৌবন
উত্তর দিনাজপুর জেলার মুস্তাফা নগরের এক দম্পতি এই চকলেট টম্যাটো চাষ করে চলছেন বহু বছর ধরে। নাম শুনেই বুঝতে পারছেন এই টম্যাটো দেখতে কিন্তু অনেকটা চকলেটের মতোই তাই এর নাম চকলেট টম্যাটো। শীতকাল এবং বর্ষাকালে মূলত এই টম্যাটো চাষ করা হয়। এই টম্যাটো অন্যান্য টম্যাটো থেকে স্বাদে অনেকটাই মিষ্টি। এই টমেটো বাড়ির ছাদ, বেলকনি, কিংবা উঠোনের অল্প জায়গায় খুব সহজেই চাষ করতে পারেন। তবে শুধু চকলেট টম্যাটো নয়। এই শীতকালে আপনি বিভিন্ন ধরনের টম্যাটো-এ জাত বাড়ির ছাদে কিংবা বাগানে লাগাতে পারেন। শীতকালীন টম্যাটো-এর জাতগুলির মধ্যে অন্যতম হল
advertisement
আরও পড়ুনঃ পৌষ-মাঘ মাসে মাত্র ৩০ দিন পাওয়া যায় এই ফল…! শক্তির সিন্দুক! উপকার শুনলে এখনই ছুটবেন বাজারে
সুইট মিলিয়ন চেরি টম্যাটো: সুইট মিলিয়ন টম্যাটো সাধারণত চেরি ফলের মতোই। আকারে ছোট অনেকটা গল্ফ বলের মতো ।এটি দেখতে উজ্জ্বল লাল এবং খুব চকচকে।
advertisement
advertisement
বিউটি কিং’ প্রজাতির টম্যাটো হল একটি হলুদ দ্বি-রঙের টম্যাটো যার বাইরের দিকে গাঢ় লাল ডোরা এবং ভিতরে লাল স্ট্রিকিং।
ব্ল্যাক প্রিন্স টম্যাটো: এই টম্যাটো পরিপক্ক হতে সময় লাগে ৭০ দিন। দ্য ব্ল্যাক প্রিন্স টম্যাটো হল সাইবেরিয়ার একটি উত্তরাধিকারী টম্যাটো এটি যদিও গ্রীষ্মকালে হয়ে থাকে।
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 5:36 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tomato Cultivation: চাষে করেই লাখপতি! চলতি শীতে তাড়াতাড়ি জমিতে লাগিয়ে ফেলুন এই সবজি!