মেলায় হাজির হন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।প্রতিমা নিরঞ্জন হয়ে গেলেই এই মেলায় আসতে দেখা যায় শোভাযাত্রার সঙ্গে আসা মানুষদের। তবে উপরি পাওনা দেশ ও বিদেশের পর্যটকেরা। জলদাপাড়ায় বেড়াতে এসে ঢাকের আওয়াজ শুনে ঘরে মন টেকেনা কোনও পর্যটকেরই। হলং নদীর ঘাটে এসে প্রতিমা নিরঞ্জন দেখার পাশাপাশি মেলা দেখে আনন্দ উপভোগ করেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কি?
অসম থেকে আগত নয়ন রায় চৌধুরী নামের এক পর্যটক জানান, বেড়াতে এসে প্রতিমা নিরঞ্জন দেখব, এ এক অন্য অভিজ্ঞতা। চারদিকে এত খুশি, এত রঙ দেখে সত্যি খুব ভাল লাগল।
মাদারিহাটের হলং নদীর প্রতিমা নিরঞ্জন ঘাটে আসে মুলত কালচিনি ব্লক ও বীরপাড়া-মাদারিহাট ব্লকের প্রতিমাগুলি। মেলাতে তিনদিন ধরে পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম হয়। ঐতিহ্যবাহী এই ঘাটকে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে পরিস্কার করে ফেলতে দেখা যায় সাফাইকর্মীদের।





