TRENDING:

Malda Town Station: মনোরম বাগানে অত্যাধুনিক সাজ! রূপে বিমানবন্দরকে হার মানাচ্ছে সুসজ্জিত মালদহ টাউন স্টেশন

Last Updated:
Malda Town Station: মালদহ টাউন স্টেশনে আসা এক পর্যটক চিরঞ্জিত দাস জানান, "এর আগে কোনদিন এরকম স্টেশনের এরকম চেহারা দেখেনি। এত সুন্দর করে সাজিয়ে বলা হয়েছে যেন দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট। পাশাপাশি স্টেশনের মূল গেটের সামনে বিশাল আকৃতির পার্ক রয়েছে। স্টেশনের এমন মনোরম দৃশ্য দেখে খুব ভাল লাগছে।"
advertisement
1/6
মনোরম বাগানে অত্যাধুনিক সাজ! রূপে বিমানবন্দরকে হার মানাচ্ছে সুসজ্জিত মালদহ টাউন স্টেশন
এ যেন পর্যটন স্থল। গৌড়, আদিনার পর এবারে ভিড় জমছে মালদহের নতুন এই জায়গায়। দূরে বা অন্য কোথাও নয়। বিশেষ এই জায়গাটি স্বয়ং শহরের মালদহ টাউন স্টেশন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
জেলার বিখ্যাত আম গাছ, ঐতিহ্যবাহী মুখা শিল্প থেকে শ্রীচৈতন্য দেবের মূর্তি একাধিক নিদর্শন তুলে ধরা হয়েছে মালদহ টাউন স্টেশন চত্বরে। একেবারে এয়ারপোর্টের আদলে সাজান হয়েছে পুরো স্টেশন চত্বর। চেনা জায়গার এমন ছবি দেখে নজর সরছে কারোরই।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
চোখ-মুখে চওড়া হাসি দেখা দিচ্ছে স্টেশনে আসা জেলার বাসিন্দাদের। কেউ ছবি তোলার জন্য তো আবার কেউ সুসজ্জিত স্টেশনের সামনে তৈরি উদ্যানে মনোরম পরিবেশ কাটানোর জন্য ভিড় জমাচ্ছেন স্টেশন চত্বরে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
গাছপালা থেকে ঝর্ণা স্টেশনের মূল প্রবেশদ্বারের সামনে গড়ে তোলা হয়েছে বিশাল আকৃতি উদ্যান। যেখানে সবুজে ভরা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন যাত্রী থেকে পর্যটকরা। শুধু তাই নয় প্রবেশপথের মুল গেটের লাগান হয়েছে জেলার ঐতিহ্যবাহী মুখা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
মালদহ টাউন স্টেশনে আসা এক পর্যটক চিরঞ্জিত দাস জানান, "এর আগে কোনদিন এরকম স্টেশনের এরকম চেহারা দেখেনি। এত সুন্দর করে সাজিয়ে বলা হয়েছে যেন দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট। পাশাপাশি স্টেশনের মূল গেটের সামনে বিশাল আকৃতির পার্ক রয়েছে। স্টেশনের এমন মনোরম দৃশ্য দেখে খুব ভাল লাগছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
স্টেশন চত্বরের উদ্যানে তৈরি হয়েছে জলের ঝর্ণা, জেলার বিখ্যাত আম থেকে ঐতিহ্যবাহী মুখা। স্টেশন ভবনের এমন চিত্র নজর কেড়েছে জেলাবাসী থেকে স্টেশনে আছে রেল যাত্রীদের। শুধু তাই নয় এয়ারপোর্টের আদলে তৈরি মালদহ টাউন স্টেশন এখন রেল যাত্রী ও জেলাবাসীর জন্য পর্যটন স্থল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Malda Town Station: মনোরম বাগানে অত্যাধুনিক সাজ! রূপে বিমানবন্দরকে হার মানাচ্ছে সুসজ্জিত মালদহ টাউন স্টেশন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল