আলিপুরদুয়ার বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস সীমান্ত থেকে প্রযুক্তি কেন্দ্র পর্যন্ত সংযোগ বৃদ্ধি

Last Updated:

*ডুয়ার্স থেকে সিলিকন ভ্যালি এবার এক ট্রেনেই সম্ভব

News18
News18
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ভুটানের প্রবেশদ্বার  ভারতের সিলিকন ভ্যালি পর্যন্ত, আলিপুরদুয়ার-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস পূর্ব ও দক্ষিণ ভারতের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করবে। এই রুটের যাত্রা শুরু হবে ভুটান এবং উত্তর-পূর্ব করিডোরের কাছাকাছি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা আলিপুরদুয়ার থেকে এবং এটি ভারতের প্রযুক্তি ও শিল্প কেন্দ্র বেঙ্গালুরুর কেন্দ্রস্থলে গিয়ে পৌঁছাবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সীমান্ত অঞ্চলকে প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির সাথে সংযুক্ত করার মাধ্যমে, এই ট্রেনটি একাধিক রাজ্য জুড়ে জাতীয় সংহতি, গতিশীলতা এবং লজিস্টিক সংযোগকে শক্তিশালী করবে।
ট্রেনটি সাপ্তাহিক পরিষেবা হিসেবে চলাচল করবে। আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি আলিপুরদুয়ার থেকে রাত ১০:২৫ মিনিটে( সোমবার) ছেড়ে পরদিন বৃহস্পতিবার ভোর ৩:০০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরুতে পৌঁছাবে। এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি এসএমভিটি বেঙ্গালুরু থেকে সকাল ৮:৫০ মিনিটে (শনিবার) ছেড়ে সোমবার সকাল ১০:২৫ মিনিটে আলিপুরদুয়ারে পৌঁছাবে।
এই ট্রেনটি চারটি রাজ্যের বিস্তৃত অঞ্চলের জেলাগুলিকে উপকৃত করবে। পশ্চিমবঙ্গে এটি আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে পরিষেবা দেবে। বিহারে এটি কিষাণগঞ্জ এবং কাটিহারকে সংযুক্ত করবে। ওড়িশায় বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কটক, খুরদা এবং গঞ্জাম জেলার মতো স্থানগুলি উন্নত সংযোগের সুবিধা পাবে। অন্ধ্র প্রদেশে এই রুটটি শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, গুন্টুর, প্রকাশম এবং এসপিএসআর নেল্লোর জেলাকে অন্তর্ভুক্ত করবে, অন্যদিকে তামিলনাড়ু এবং কর্ণাটকে এটি ভেলোর, চিত্তুর, কোলার এবং বেঙ্গালুরু আরবানকে সংযুক্ত করবে।
advertisement
advertisement
এই রুটটি বেশ কয়েকটি সুপরিচিত পর্যটন কেন্দ্রের পাশ দিয়েও যায়। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের কাছে ডুয়ার্স অঞ্চল, দার্জিলিংয়ের পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, কটকের ঐতিহ্যবাহী শহর, ভুবনেশ্বরের মন্দির শহর, বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত এবং বেঙ্গালুরুর সাংস্কৃতিক ও আধুনিক আকর্ষণ। এটি এই ট্রেনটিকে এমন পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলে যারা এক যাত্রায় ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখতে চান। সামগ্রিকভাবে, আলিপুরদুয়ার-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস বাজার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানে সহজতর প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে আঞ্চলিক উন্নয়নে সহায়তা করবে। এটি পর্যটনকে উৎসাহিত করবে, পথের ধারে বাণিজ্য ও ক্ষুদ্র ব্যবসাকে প্রেরণা জোগাবে এবং সীমান্ত, গ্রামীণ ও আধা-শহুরে জেলাগুলিতে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করবে, পাশাপাশি দেশজুড়ে যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও সাশ্রয়ী দূরপাল্লার ভ্রমণের বিকল্প প্রদান করবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আলিপুরদুয়ার বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস সীমান্ত থেকে প্রযুক্তি কেন্দ্র পর্যন্ত সংযোগ বৃদ্ধি
Next Article
advertisement
Vande Bharat Sleeper: ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ! টিকিটের ভাড়া কত? বন্দে ভারত স্লিপার ট্রেনে কী কী রয়েছে, দেখে নিন একনজরে
ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ! টিকিটের ভাড়া কত? বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে জানুন বিশদে
  • ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে !

  • টিকিটের ভাড়া কত?

  • বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে জানুন বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement