TRENDING:

প্রধানমন্ত্রীকে একনজর দেখার আকুতি! হামাগুড়ি দিয়েই মোদির সভায় মালদহের বিশেষভাবে সক্ষম হাসান আলি

Last Updated:

Malda News: সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে সক্ষম নন। তবুও প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা তাঁকে দমিয়ে রাখতে পারেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হামাগুড়ি দিয়েই সভাস্থলে পৌঁছলেন বিশেষভাবে সক্ষম তরুণ। আবেগ যে শারীরিক সীমাবদ্ধতাকেও হার মানাতে পারে, তারই এক অনন্য নজির সৃষ্টি করলেন বিশেষভাবে সক্ষম তরুণ হাসান আলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একনজর দেখার প্রবল ইচ্ছায় মোথাবাড়ি থেকে পুরাতন মালদহের সাহাপুর বাইপাস মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থলে হাজির হয় হাসান।
advertisement

সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে সক্ষম নন। তবুও প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। শারীরিক অসুবিধাকে উপেক্ষা করে কোনও সাহায্য ছাড়া প্রথমে টোটো চেপে মোথাবাড়ি থেকে সাহাপুর স্ট্যান্ড এলাকায় আসেন। এরপর হামাগুড়ি দিয়ে বাইপাস এলাকা‌য় সভাস্থলের মাঠে পৌঁছয় তিনি।

আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে হাড় ‘বাঁকা’ হতে শুরু করে বলুন তো…? সঠিক ‘উত্তর’ জানা জরুরি!

advertisement

বিশেষভাবে সক্ষম হাসান আলি জানান, “দুইদিন আগে জানতে পারি জেলায় প্রধানমন্ত্রী আসছেন। আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম প্রধানমন্ত্রীকে দেখতে যাব। তাই দেশের প্রধানমন্ত্রীকে দেখতে এখানে এসেছি। আশা করছি কাছে থেকে দেখতে পাব।”

View More

আরও পড়ুন: বিষধর সাপের ‘বিষ’ মুহূর্তে নামিয়ে দেয় কোন ‘গাছ’ জানেন…? শুনলেই কিন্তু চমকাবেন ‘নামে’!

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধানমন্ত্রীকে একনজর দেখার আকুতি! হামাগুড়ি দিয়েই মোদির সভায় বিশেষভাবে সক্ষম হাসান আলি
আরও দেখুন

মালদহের মোথাবাড়ি থানার প্রতাপপুর এলাকার বাসিন্দা হাসান আলি। জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম তিনি। দাঁড়াতে তো পারেনই না, এমনকি এক পা এগোতে পারেন না হাসান, তাঁর দৃঢ় মানসিকতা ও অদম্য ইচ্ছাশক্তি সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষেরও নজর কাড়ে। অনেকেই তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানান। এক বিশেষভাবে সক্ষম তরুণের এই লড়াই শুধু প্রধানমন্ত্রীকে দেখার আগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা মানবিক অনুভূতি, বিশ্বাস ও ভালবাসার এক শক্তিশালী বার্তা দেয় বলেই মন্তব্য এলাকাবাসীর।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
প্রধানমন্ত্রীকে একনজর দেখার আকুতি! হামাগুড়ি দিয়েই মোদির সভায় মালদহের বিশেষভাবে সক্ষম হাসান আলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল