Trains for North Bengal: একই ট্রেনেই নবদ্বীপ থেকে কামাক্ষ্যা...ভোটের পশ্চিমবঙ্গ আজ থেকেই পাচ্ছে ৯টা ঝকঝকে ট্রেন, মোদির হাতে উদ্বোধন

Last Updated:
ভোটমুখী বাংলায় বিশেষ নজর রেলে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে একাধিক নয়া ট্রেন। একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নয়া স্টপেজ। বন্দেভারত স্লিপারের পাশাপাশি একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। রেল সূত্রে খবর, বাংলা থেকে সরাসরি ৭ অমৃত ভারত এক্সপ্রেস দেওয়া হচ্ছে।
1/7
আজ, শনিবার ভোটমুখী বাংলায় একগুচ্ছস রেল প্রকল্পের উদ্বোধন৷ আর সেই পরিষেবা উদ্বোধন করতেই বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদহ থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেন উদ্বোধন আজ৷
আজ, শনিবার ভোটমুখী বাংলায় একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন৷ আর সেই পরিষেবা উদ্বোধন করতেই বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদহ থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেন উদ্বোধন আজ৷ এবছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ ভোট অসমেও৷ আর উত্তরবঙ্গ বিজেপির খাস জমি হিসাবেই পরিচিত৷ অসমে বিজেপিরই সরকার৷ সব কিছু সামনে রেখে শনিবারের এই উদ্বোধনী ‘উৎসব’ রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷
advertisement
2/7
ভোটমুখী বাংলায় বিশেষ নজর রেলে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে একাধিক নয়া ট্রেন। একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নয়া স্টপেজ। বন্দেভারত স্লিপারের পাশাপাশি একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। রেল সূত্রে খবর, বাংলা থেকে সরাসরি ৭ অমৃত ভারত এক্সপ্রেস দেওয়া হচ্ছে।
ভোটমুখী বাংলায় বিশেষ নজর রেলে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে একাধিক নয়া ট্রেন। একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নয়া স্টপেজ। বন্দেভারত স্লিপারের পাশাপাশি একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। রেল সূত্রে খবর, বাংলা থেকে সরাসরি ৭ অমৃত ভারত এক্সপ্রেস দেওয়া হচ্ছে।
advertisement
3/7
ভোটমুখী পড়শি রাজ্য থেকে আরও দুটি, যা বাংলার গুরুত্বপূর্ণ স্টেশনকে সংযুক্ত করবে।যে সব রুটে অমৃত ভারত এক্সপ্রেস চলবে বলে জানা যাচ্ছে, 
নিউ জলপাইগুড়ি ⇌ নাগেরকয়েল 
নিউ জলপাইগুড়ি ⇌ তিরুচিরাপল্লী 
ভোটমুখী পড়শি রাজ্য থেকে আরও দুটি, যা বাংলার গুরুত্বপূর্ণ স্টেশনকে সংযুক্ত করবে।যে সব রুটে অমৃত ভারত এক্সপ্রেস চলবে বলে জানা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি ⇌ নাগেরকয়েল নিউ জলপাইগুড়ি ⇌ তিরুচিরাপল্লী
advertisement
4/7
এছাড়াও থাকছে, আলিপুরদুয়ার জং ⇌ বেঙ্গালুরু আলিপুরদুয়ার জং ⇌ পানভেল
সাঁতরাগাছি-তাম্বারাম
শিয়ালদহ-বেনারস
হাওড়া= আনন্দবিহার
ডিব্রুগড় ⇌ গোমতীনগর
কামাখ্যা ⇌ রোহতক
এর পাশাপাশি আরও দুটি সাপ্তাহিক ট্রেন চালানো হবে, 
বালুরঘাট ⇌ বেঙ্গালুরু (সাপ্তাহিক)
রাধিকাপুর ⇌ বেঙ্গালুরু (সাপ্তাহিক) 
এছাড়াও থাকছে, আলিপুরদুয়ার জং ⇌ বেঙ্গালুরু আলিপুরদুয়ার জং ⇌ পানভেলসাঁতরাগাছি-তাম্বারামশিয়ালদহ-বেনারসহাওড়া= আনন্দবিহারডিব্রুগড় ⇌ গোমতীনগরকামাখ্যা ⇌ রোহতকএর পাশাপাশি আরও দুটি সাপ্তাহিক ট্রেন চালানো হবে, বালুরঘাট ⇌ বেঙ্গালুরু (সাপ্তাহিক)রাধিকাপুর ⇌ বেঙ্গালুরু (সাপ্তাহিক)
advertisement
5/7
 এর পাশাপাশি একাধিক রেল প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন আছে। যা উত্তরবঙ্গ কেন্দ্রিক। বালুরঘাট ও হিলির মধ্যে ২৯ কিমি নতুন রেল পথের শিলান্যাস - ১১৮১ কোটি টাকার। নিউ জলপাইগুড়িতে ফ্রেট মেনটেনেন্স ব্যবস্থার শিলান্যাস ১৪২ কোটি টাকার। শিলিগুড়ি লোকো শেড আপগ্রেডেশন করার শিলান্যাস ১২৯ কোটি টাকার। বন্দেভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের শিলান্যাস ৮৯ কোটি টাকার। নিউ কোচবিহার ও বামনহাটের মধ্যে ৫০ কিমি লাইনের বৈদ্যুতিকরণ ৬২ কোটি টাকার৷ নিউ কোচবিহার ও বক্সীরহাটের মধ্যে ৪৫ কিমি লাইনের বৈদ্যুতিকরণ ৫৬ কোটি টাকার৷ এছাড়া ধূপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়ক চার লেনের কাজের শিলান্যাস৷ ২৯.৮৬ কিমির জন্য ১৬০৬ কোটি টাকার।
এর পাশাপাশি একাধিক রেল প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন আছে। যা উত্তরবঙ্গ কেন্দ্রিক। বালুরঘাট ও হিলির মধ্যে ২৯ কিমি নতুন রেল পথের শিলান্যাস - ১১৮১ কোটি টাকার। নিউ জলপাইগুড়িতে ফ্রেট মেনটেনেন্স ব্যবস্থার শিলান্যাস ১৪২ কোটি টাকার। শিলিগুড়ি লোকো শেড আপগ্রেডেশন করার শিলান্যাস ১২৯ কোটি টাকার। বন্দেভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের শিলান্যাস ৮৯ কোটি টাকার। নিউ কোচবিহার ও বামনহাটের মধ্যে ৫০ কিমি লাইনের বৈদ্যুতিকরণ ৬২ কোটি টাকার৷ নিউ কোচবিহার ও বক্সীরহাটের মধ্যে ৪৫ কিমি লাইনের বৈদ্যুতিকরণ ৫৬ কোটি টাকার৷ এছাড়া ধূপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়ক চার লেনের কাজের শিলান্যাস৷ ২৯.৮৬ কিমির জন্য ১৬০৬ কোটি টাকার।
advertisement
6/7
এর পাশাপাশি একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে - জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, নিউ মালবাজার এবং দার্জিলিং জেলার সেবক ও গুলমা স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজ দেওয়া হবে। 13141/13142 শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস এবং 15703/15704 নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস রানিনগর স্টেশনে থামবে।
এর পাশাপাশি একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে - জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, নিউ মালবাজার এবং দার্জিলিং জেলার সেবক ও গুলমা স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজ দেওয়া হবে। 13141/13142 শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস এবং 15703/15704 নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস রানিনগর স্টেশনে থামবে।
advertisement
7/7
আলিপুরদুয়ার–পুণে ও আলিপুরদুয়ার–বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। নিউ জলপাইগুড়ি–বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের পরিষেবা বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত করা হচ্ছে। 22511/22512 লোকমান্য তিলক–কামাক্ষ্যা কর্মভূমি এক্সপ্রেস নিউ মাল জংশনে থামবে। 15777/15778 নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার এক্সপ্রেস বানারহাট, নাগরাকাটা ও গুলমা স্টেশনে স্টপেজ পাবে। 15483/15484 আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস থামবে সেবক স্টেশনে।
আলিপুরদুয়ার–পুণে ও আলিপুরদুয়ার–বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। নিউ জলপাইগুড়ি–বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের পরিষেবা বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত করা হচ্ছে। 22511/22512 লোকমান্য তিলক–কামাক্ষ্যা কর্মভূমি এক্সপ্রেস নিউ মাল জংশনে থামবে। 15777/15778 নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার এক্সপ্রেস বানারহাট, নাগরাকাটা ও গুলমা স্টেশনে স্টপেজ পাবে। 15483/15484 আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস থামবে সেবক স্টেশনে।
advertisement
advertisement
advertisement