Malda Town Station: মনোরম বাগানে অত্যাধুনিক সাজ! রূপে বিমানবন্দরকে হার মানাচ্ছে সুসজ্জিত মালদহ টাউন স্টেশন
- Reported by:Jiam Momin
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Malda Town Station: মালদহ টাউন স্টেশনে আসা এক পর্যটক চিরঞ্জিত দাস জানান, "এর আগে কোনদিন এরকম স্টেশনের এরকম চেহারা দেখেনি। এত সুন্দর করে সাজিয়ে বলা হয়েছে যেন দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট। পাশাপাশি স্টেশনের মূল গেটের সামনে বিশাল আকৃতির পার্ক রয়েছে। স্টেশনের এমন মনোরম দৃশ্য দেখে খুব ভাল লাগছে।"
advertisement
advertisement
advertisement
advertisement
মালদহ টাউন স্টেশনে আসা এক পর্যটক চিরঞ্জিত দাস জানান, "এর আগে কোনদিন এরকম স্টেশনের এরকম চেহারা দেখেনি। এত সুন্দর করে সাজিয়ে বলা হয়েছে যেন দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট। পাশাপাশি স্টেশনের মূল গেটের সামনে বিশাল আকৃতির পার্ক রয়েছে। স্টেশনের এমন মনোরম দৃশ্য দেখে খুব ভাল লাগছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement







