আরও পড়ুন: মায়ের কোলে DNA! নারী নির্যাতনের বিরুদ্ধে প্যান্ডেলেই প্রতিবাদ, শিলিগুড়িতে অভিনব ভাবনা
দীর্ঘদিন ধরে পুণ্যার্থীদের কাছে এক বড় সমস্যা ছিল জল্পেশ যাওয়ার রাস্তায় জর্দা নদীর উপরে দুর্বল সেতুটি। বড় যানবাহন চলাচলের অযোগ্য সেই সেতুর কারণে প্রতি বছরই সমস্যার মুখে পড়তেন ভক্তরা। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় কোটি বেশি খরচে টাকারও বেশি খরচে তৈরি হয়েছে নতুন পাকা সেতু এবং সম্প্রসারিত হয়েছে সংলগ্ন রাস্তা। পাশাপাশি, নদী পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে দুইপাশ থেকে, যাতে বর্ষাকালে জলস্ফীতি জনজীবনে প্রভাব না ফেলে।
advertisement
আরও পড়ুন: দিনেদুপুরে বাইকবাহিনীর তাণ্ডব,ছিনিয়ে নিয়ে পালাল গলার চেন, আতঙ্কে শিলিগুড়ি
জেলা পরিষদের সদস্যদের তরফে জানানো হয়েছে, শ্রাবণী মেলার আগেই নতুন সেতুর উদ্বোধন হতে পারে। ফলে এবছর আর অতীতের মতো দুর্ভোগে পড়তে হবে না পুণ্যার্থীদের।ইতিমধ্যেই জল্পেশ মন্দির চত্বরে শুরু হয়েছে সাজসজ্জার কাজ, চলছে আলোকসজ্জা ও অস্থায়ী পরিষেবা কেন্দ্র তৈরির তোড়জোড়।এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও।





