TRENDING:

Malda News: শরীরের আঘাতের চিহ্ন! জলাশয় থেকে উদ্ধার ২ যুবকের দেহ, খুন না দুর্ঘটনা? এলাকায় চাঞ্চল্য

Last Updated:

Malda News: খুন না পথ দুঘর্টনায় মৃত্যু! রাত থেকে নিখোঁজ থাকার পর সকালে কালভার্টের নীচে জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ। জলাশয় থেকে উদ্ধার একটি বাইকও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: খুন না পথ দুঘর্টনায় মৃত্যু! রাত থেকে নিখোঁজ থাকার পর সকালে কালভার্টের নীচে জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ। জলাশয় থেকে উদ্ধার একটি বাইকও। পরিবারের আশঙ্কা খুন করা হয়েছে দুই বন্ধুকে। তবে যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহের মোথাবাড়িতে কালভার্ট থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার
মালদহের মোথাবাড়িতে কালভার্ট থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বন্ধুর নাম রাজু ঘোষ(২৭) এবং বিবেক মণ্ডল(৩০)। বাড়ি মোথাবাড়ির মণ্ডল পাড়া এলাকায়। পরিবারের তরফে জানা গিয়েছে, মৃত বিবেক মন্ডল ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ছিল। অন্যদিকে রাজু ঘোষ একটি বেসরকারি ফাইনান্সে কাজ করত। গতকাল রাত্রে দুই বন্ধু মিলে একটি বাইকে করে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকে আর ঘরে ফেরেনি।

advertisement

মৃতদের আত্মীয় জানান,”এদিন রাত থেকে নিখোঁজ ছিল ওই দুই বন্ধু। তাঁদের মা রাতে বাড়িতে খোঁজ নিতে আসে। ছেলে প্রায় গভীর রাতে বাড়ি ফিরত। কোনও দিন রাত ১২ টা কোনও দিন রাত ২ টা। তবে এদিন রাত ৯ টার পর বেরিয়ে আর বাড়ি ফেরেনি তারা। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাদের দেহ উদ্ধার হয়েছে। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, যদি পথ দুর্ঘটনা হত তাহলে বাইকের ক্ষতি হত। মনে হচ্ছে যে তাকে কেউ বা কারা খুন করেছে। তবে আসল বিষয়টি পুলিশি তদন্তের পর জানা যাবে।”

advertisement

আরও পড়ুনঃ Shreyas Iyer: আর বঞ্চিত নয়! এবার লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার, বড় সিদ্ধান্ত বোর্ডের

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজে। তবে খুন নাকি পথ দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: শরীরের আঘাতের চিহ্ন! জলাশয় থেকে উদ্ধার ২ যুবকের দেহ, খুন না দুর্ঘটনা? এলাকায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল