Shreyas Iyer: আর বঞ্চিত নয়! এবার লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার, বড় সিদ্ধান্ত বোর্ডের

Last Updated:

Shreyas Iyer: ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও ভারতীয় টেস্ট দলে সুযোগ পাচ্ছিলেন না শ্রেয়স আইয়ার। এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডেও সুযোগ পাননি তরুণ তারকা ব্যাটার।

News18
News18
ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও ভারতীয় টেস্ট দলে সুযোগ পাচ্ছিলেন না শ্রেয়স আইয়ার। এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডেও সুযোগ পাননি তরুণ তারকা ব্যাটার। কেন শ্রেয়সকে বারবার ‘অবহেলা’ করা হচ্ছে, তা নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন। এবার লাল বলের ক্রিকেটে ফিরছেন শ্রেয়স আইয়ার। শুধু ফের নয়, কামব্যাক করছেন অধিনায়ক হিসেবে।
অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে আসন্ন দুইটি ৪ দিনের টেস্ট ম্যাচের জন্য ভারত ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৯ এবং ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর লখনউ-এর একানা স্টেডিয়ামে। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা হয়েছে এবং সহ-অধিনায়ক হিসেবে থাকবেন ধ্রুব জুরেল। অভিমুন্য ঈশ্বরণ এর আগে ভারতীয় এ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার জায়গায় অধিনায়ক হলেন শ্রেয়স।
advertisement
অধিনায়কত্ব না পেলেও দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন। এছাড়া দেবদত্ত পাডিক্কল, সাই সুদর্শন, আয়ুষ বাদোনি এবং নীতিশ কুমার রেড্ডির মতো তরুণ ও প্রতিভাবান ক্রিকেটাররা দলে রয়েছেন। বোলিং বিভাগের নেতৃত্বে থাকবেন প্রসিদ্ধ কৃষ্ণা ও খালিল আহমেদ। সঙ্গে থাকবেন স্পিনার হর্ষ দুবে, তনুশ কোটিয়ান এবং মানব সুথার। গুরনূর ব্রার ও যশ ঠাকুরের মতো নতুন মুখও রয়েছেন দলে, যা ভবিষ্যতের জন্য বড় রকমের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।
advertisement
advertisement
দ্বিতীয় ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত হবেন জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় কেএল রাহুল ও মহম্মদ সিরাজ। তারা প্রথম ম্যাচের পরে দুইজন খেলোয়াড়ের পরিবর্তে স্কোয়াডে ঢুকবেন। দুইটি চার দিনের টেস্ট ম্যাচের পর তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর, কানপুরে।
advertisement
এই সিরিজ তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চের উপযোগী করে তুলতে বড় সুযোগ এনে দেবে। বিশেষ করে শ্রেয়স আইয়ারের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের নেতৃত্বে দল গঠন, তরুণদের পরিণত করে তোলার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। দলে নতুন ও পুরনো খেলোয়াড়দের মিশ্রণ ভবিষ্যতের জাতীয় দলের রূপরেখা গঠনে সাহায্য করবে।
advertisement
ভারত ‘এ’ স্কোয়াড : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, এন জগদীশান (উইকেটকিপার), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাডিক্কল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতিশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, খালিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর (কেএল রাহুল এবং মোহম্মদ সিরাজ দ্বিতীয় ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত হবেন)।
বাংলা খবর/ খবর/খেলা/
Shreyas Iyer: আর বঞ্চিত নয়! এবার লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার, বড় সিদ্ধান্ত বোর্ডের
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement