শীতে মশার উৎপাত থেকে বাঁচতে কয়েল বা মশা মারার ওষুধ জ্বালাতে হয় প্রতি ঘরে ঘরে। বিদ্যুতিন যন্ত্রের সাহায্যে জ্বলে এই মশার ওষুধ। তবে এবার আর মশা মারতে খরচ হবে না বিদ্যুৎ। মশা মারার জন্য তৈরি করা হয়েছে মাটির কয়েলদানি। এই মাটির কয়েলদানির মাধ্যমে একদিকে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, তেমনি অন্যদিকে অনায়াসে যেখানে সেখানে এই কয়েলদানিরাখা যাবে।
advertisement
আরও পড়ুন: বাসি রুটি ফেলবেন না! দিনের এই সময়ে খেলে কমবে ডায়াবেটিস! জানুন
আরও পড়ুন: এই পকোড়া খেলেই বশে ব্লাড প্রেশার, ঝরবে মেদ! কীভাবে বানাবেন? দেখুন সহজ রেসিপি
এই কয়েলদানি থেকে ঘরে আগুন লেগে যাওয়ার সম্ভবনাও নেই। মৃৎ শিল্পী খোকাবাবু রায় জানান, মাত্র ২০ টাকা দিয়ে এই কয়েলদানি তারা বিক্রি করেন। শীতকালে মশা মাছির উৎপাত থেকে বাঁচতে প্রত্যেকে অসতর্কভাবে কয়েল জ্বালিয়ে থাকি। এতে বিপদের সম্ভাবনা থাকে যায় কয়েলের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্রে আগুন লাগতে পারে। বর্তমানে মাটির তৈরি কয়েলদানির চাহিদা তুঙ্গে।
পিয়া গুপ্তা