TRENDING:

Alipurduar News: স্কুলের মাঠ, বারান্দায় বাজার! ব্যবসায়ীদের গাজোয়ারিতে পড়াশুনা শিকেয় উঠেছে পড়ুয়াদের

Last Updated:

স্কুল নাকি বাজার, আপনি এখানে একদম গুলিয়ে ফেলবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: স্কুল নাকি বাজার, আপনি এখানে একদম গুলিয়ে ফেলবেন। স্কুলের সামনেই রয়েছে বড় মাঠ কিন্তু সেই মাঠে শিশুরা খেলাধুলো করতে পারেনা। এমন পরিস্থিতি দেখা যায় শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। ফালাকাটা মধ্যে অন্যতম পুরোনো সরকারি প্রাথমিক স্কুলগুলির মধ্যে অন্যতম স্কুল শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। ফালাকাটা শহরের পুরসভার অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে ধূপগুড়ি মোড়ে অবস্থিত স্কুলটি। দাবি স্কুল কর্তৃপক্ষ স্বাধীন ভাবে স্কুল পরিচালনা করতে পারছেনা। স্কুলের আছে নিজস্ব বিশাল মাঠ। কিন্তু সেই মাঠে শিশুদের খেলার অধিকার নেই। প্রার্থনা করার মত জায়গাটুকু স্কুলে ফাঁকা নেই। কারণ স্কুলের মাঠ জুড়ে বসে বাজার। ফলে স্কুলে এসেও ক্লাস ঘরে বসেই মাঠের দিকে তাকিয়ে থাকে শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কারণ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্কুলের মাঠ জুড়ে বাজার বসে।
advertisement

অভিযোগ স্কুলের বারান্দাতেও সবজি বিক্রেতারা পসরা সাজিয়ে বসেন। বাজারের যাবতীয় নোংরা, আবর্জনা সব স্কুল মাঠেই ফেলা হয়। তার থেকে ছড়ায় দুর্গন্ধ। ফলে সঠিক সময়ে স্কুল চালু করতে সমস্যায় পড়েন শিক্ষকরা। এই কারণেই পড়ুয়ারা সংখ্যা কমে যাচ্ছে দিন প্রতিদিন। বর্তমানে এই স্কুলে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ জন পড়ুয়া এবং ৪ জন শিক্ষক শিক্ষিকা আছেন।

advertisement

আরও পড়ুন: পর্যটক টানতে নয়া বন্দোবস্ত প্রশাসনের, বইগ্রামে এবার শুরু হল নতুন উৎসব

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

স্কুলের পানীয় জলের কলটিও অকেজো। বাজারে আসা ব্যবসায়ীরা কলটি নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ। স্কুলে জলের সমস্যা সমাধানে শিক্ষকরা নিজেরাই অর্থ দিয়ে নতুন কল বসিয়েছেন। স্কুলের মিড-ডে-মিলের রান্না ঘরের সামনে আবর্জনায় ভরে গেছে। স্কুলের বারান্দায় বাজার বসায় কিছু ক্লাস ঘর পরিত্যাক্ত হয়ে পড়েছে। ওই ক্লাস ঘরগুলিতে এখন আর ক্লাস হয় না। অবিলম্বে বাজার অন্যত্র স্থানান্তরিত দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই দত্ত বলেন, “স্কুল মাঠে বাজার বসার বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শক, ওয়ার্ড কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান বিডিও সকলকেই জানানো হয়েছে।”

advertisement

ওয়ার্ড কাউন্সিলর অসীম দেব বলেন, “স্কুল মাঠ থেকে বাজারটি অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য পুরসভার বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে জানিয়েছি, অন্যত্র একটি জায়গাও দেখা হয়েছে, আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে 'মহাভারত'! উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: স্কুলের মাঠ, বারান্দায় বাজার! ব্যবসায়ীদের গাজোয়ারিতে পড়াশুনা শিকেয় উঠেছে পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল