অভিযোগ স্কুলের বারান্দাতেও সবজি বিক্রেতারা পসরা সাজিয়ে বসেন। বাজারের যাবতীয় নোংরা, আবর্জনা সব স্কুল মাঠেই ফেলা হয়। তার থেকে ছড়ায় দুর্গন্ধ। ফলে সঠিক সময়ে স্কুল চালু করতে সমস্যায় পড়েন শিক্ষকরা। এই কারণেই পড়ুয়ারা সংখ্যা কমে যাচ্ছে দিন প্রতিদিন। বর্তমানে এই স্কুলে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ জন পড়ুয়া এবং ৪ জন শিক্ষক শিক্ষিকা আছেন।
advertisement
আরও পড়ুন: পর্যটক টানতে নয়া বন্দোবস্ত প্রশাসনের, বইগ্রামে এবার শুরু হল নতুন উৎসব
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের পানীয় জলের কলটিও অকেজো। বাজারে আসা ব্যবসায়ীরা কলটি নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ। স্কুলে জলের সমস্যা সমাধানে শিক্ষকরা নিজেরাই অর্থ দিয়ে নতুন কল বসিয়েছেন। স্কুলের মিড-ডে-মিলের রান্না ঘরের সামনে আবর্জনায় ভরে গেছে। স্কুলের বারান্দায় বাজার বসায় কিছু ক্লাস ঘর পরিত্যাক্ত হয়ে পড়েছে। ওই ক্লাস ঘরগুলিতে এখন আর ক্লাস হয় না। অবিলম্বে বাজার অন্যত্র স্থানান্তরিত দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই দত্ত বলেন, “স্কুল মাঠে বাজার বসার বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শক, ওয়ার্ড কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান বিডিও সকলকেই জানানো হয়েছে।”
ওয়ার্ড কাউন্সিলর অসীম দেব বলেন, “স্কুল মাঠ থেকে বাজারটি অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য পুরসভার বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে জানিয়েছি, অন্যত্র একটি জায়গাও দেখা হয়েছে, আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।”
Annanya Dey





