TRENDING:

Malda News: ব্যাপক ফলনেও মাথায় হাত! মালদহে ক্ষতির মুখে ধান চাষিরা

Last Updated:

ধানে পোকা না লাগায় বিপুল পরিমাণে ফলন হয়েছে ধান চাষে। কিন্তু টানা বৃষ্টির জেরে ধান তুলতে না পারায় ক্ষতির মুখে ধান চাষিরা। শুষ্ক আবহাওয়ার দিকে চেয়ে দিন গুনছেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিএম মোমিন, মালদা: জ্যৈষ্ঠের বৃষ্টিতে পাকা ধানে যেন মই পড়ল মালদহে! ব্যাপক ক্ষতির মুখে জেলার শতাধিক ধান চাষিরা। প্রায় গত এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির জেরে ভিজেছে উত্তরবঙ্গ সহ গোটা মালদহ জেলা। জল জমেছে রাস্তাঘাট থেকে শুরু করে চাষ জমিতেও। এমন অবস্থায় মালদহে অসময়ে একটানা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হল জেলার বড় ধানের। মাথায় হাত ধান চাষ কৃষকদের। জল জমায় জমি থেকে পাকা ধান‌ও তুলতে পারছেন না কৃষকেরা। বর্তমানে হাজার হাজার বিঘা জমিতে বড় ধান পাকা অবস্থায় রয়েছে। এমন অবস্থায় মাথায় হাত পড়েছে ধান চাষিদের।
advertisement

আরও পড়ুন: আলিপুরদুয়ারে ক‍্যারাটেতে এল সোনা!,খুশির হাওয়া ক্রীড়ামহলে

অবিলম্বে পরিষ্কার আবহাওয়া না হলে ধানের ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ধান চাষিরা। ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন চাষিরা। ধান নষ্ট হ‌ওয়ায় ফসলের দাম না পেলে কি করে ঋণ শোধ করবেন তা কিছুই বুঝে উঠতে পারছেন না ধান চাষিরা।‌ বর্তমানে‌ ধান কাটার জন্য শুষ্ক আবহাওয়ার অপেক্ষায় জেলার কৃষকেরা।

advertisement

আরও পড়ুন: বাগানের নালায় ওটা কে পড়ে আছে? সামনে এগিয়ে গেল কয়েকজন! দেখা গেল…মালবাজারের বস্তি তোলপাড়

View More

এ বিষয়ে জেলা অপর কৃষি আধিকারিক বিদ্যুৎ কুমার বর্মন বলেন, “গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মালদহ জেলা জুড়ে। এই বৃষ্টির ফলে জেলার বামনগোলা, হবিবপুর, চাঁচল, পুরাতন মালদহ ব্লক এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষ জমি। জেলায় প্রায় ৫৭ হাজার হেক্টর জমিতে হয় ধান চাষ। ধানে পোকা না লাগায় জেলায় ব্যাপক ধান চাষ হয়েছে। এবছর জেলায় ৩ লাখ ৭১ হাজার ৩৮৭ মেট্রিক টন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ব্লক প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে আমরা রয়েছি” এমনটাই জানান জেলা এক কৃষি আধিকারিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

জেলা জুড়ে টানা এক সপ্তাহের বৃষ্টিতে ইতিমধ্যেই জল জমেছে অধিকাংশ চাষ জমিতে। নুইয়ে পড়েছে ধান গাছ। এর মধ্যেও যারা ধান কেটেছেন তারা জমি থেকে ধান তুলতে পারছেন না। অনেকে আবার ধান কাটার জন্য শ্রমিক লাগিয়েও বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন। সব মিলিয়ে ব্যাপক আর্থিক সংকটের মুখে মালদহের ধান চাষিরা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ব্যাপক ফলনেও মাথায় হাত! মালদহে ক্ষতির মুখে ধান চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল