Alipurduar News: ক‍্যারাটেতে আলিপুরদুয়ারে এল সোনা,খুশির হাওয়া ক্রীড়ামহলে

Last Updated:

আন্তর্জাতিকস্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ার শহরের জয় জয়কার। ঘরে এল স্বর্ণ পদক। খুশির হাওয়া আলিপুরদুয়ারে। 

+
ক‍্যারাটে

ক‍্যারাটে

অনন্যা দে, আলিপুরদুয়ার: আন্তর্জাতিক স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ার শহরের জয় জয়কার। ঘরে এল স্বর্ণ পদক। খুশির হাওয়া আলিপুরদুয়ারে।  নেপালে আয়োজিত ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে স্বর্ণপদক সহ একাধিক পদক জয় করে ফিরল আলিপুরদুয়ারের ৫ খেলোয়াড়।
নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে পৌঁছতেই জয়ী খেলোয়াড়দের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন আলিপুরদুয়ারের ক্রীড়া প্রেমী এবং অভিভাবকরা। জানা যায় গত ২৩ মে থেকে ২৫ মে নেপালের কাঁকরভিটা এলাকায় ১১ তম আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টের আয়োজন করা হয়।
advertisement
advertisement
শ্রীলঙ্কা, ভারত, ভুটান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় ১৫০০ প্রতিযোগীরা সেই ক্যারাটে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় আলিপুরদুয়ার থেকেও সেনসি পূজা বর্মনের নেতৃত্বে ভারতের হয়ে ৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।  কাতা ও কুমেত বিভাগে তিনদিনের প্রতিযোগিতায় আলিপুরদুয়ারের প্রতিযোগীরা স্বর্ণপদক-সহ মোট ৯টি পদক জয় করে। আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা যুবরাজ রায় কাতা’তে স্বর্ণপদক জয়লাভ করে।বাকি ৪জন প্রতিযোগীরা কাতা’তে ৪ টি সিলভার মেডেল এবং  কুমেতে ৪টি ব্রোঞ্জ মেডেল জয়লাভ করে। সেনসি পূজা বর্মন জানান, “আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক পাওয়া একটি বড় পাওনা আমাদের। বাকি যারা খেলোয়াড় রয়েছেন তারাও উৎসাহিত হবেন।”
advertisement
খেলা শেষে ট্রেনে করে জয়ী প্রতিযোগীরা নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে এসে পৌঁছয়। স্টেশনে পৌঁছতেই তাদের ঘিরে আনন্দ উচ্ছ্বাস শুরু করেন অভিভাবকরা। সেনসি পূজা বর্মন এবং জয়ী প্রতিযোগীদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন। অভিভাবক ও ক্রীড়া প্রেমীদের অভিনব আয়োজনে আনন্দে আত্মহারা খেলোয়াড়রা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ক‍্যারাটেতে আলিপুরদুয়ারে এল সোনা,খুশির হাওয়া ক্রীড়ামহলে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement