দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপরিচিত ওই মহিলার বয়স প্রায় পঞ্চাশ। তবে এখনও মহিলার নাম পরিচয় জানা যায়নি। সোমবার সকালে আশেপাশের বাসিন্দারা প্রথমে মহানন্দা নদীর তীরে মহিলার দেহটি দেখতে পায়। নদীর জল থেকে কিছুটা উপরে পড়ে ছিল মহিলার দেহ।
advertisement
আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে তোলা লক্ষ লক্ষ টাকা ফেরাচ্ছেন ইনি, কীভাবে ফেরত? ঘটনা শুনে সকলের চোখ কপালে
তবে খুন নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দা নয়ন শেখ বলেন, ‘আশেপাশের বাসিন্দাদের মুখে শুনে নদীর ধারে আসি। দেখি মহিলার দেহ পড়ে রয়েছে। আগে কোনও দিন মহিলাকে দেখিনি এলাকায়। আমরা থানায় খবর দিই।’ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: শরীরে নেই কোনও কাঁটা, অথচ বিরাট দাঁত! সমুদ্রতটে বিরল মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুলিশ দেহটি উদ্ধার করে নামপরিচয়-সহ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুন নাকি আত্মহত্যার ঘটনা, তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
হরষিত সিংহ