TRENDING:

Malda News: ছুটছেন তৃণমূল নেতা, হঠাৎ মাথার পিছনে গুলি! ভয়ঙ্কর মৃত্যু মমতার 'প্রিয়' নেতার, নিশানায় পুলিশ

Last Updated:

Malda News: মালদহের তৃণমূল নেতা শুট আউট ঘটনার পর এমনই ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি News 18 Bangla.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ছুটছেন দুলাল বাবু। পেছনে পিস্তল উঁচিয়ে তাড়া তিন যুবককের। প্রত্যেকের মুখ ঢাকা। দুলাল সরকারকে লক্ষ করে পরপর গুলি ছুড়তেই থাকেন তিনি জন। রাস্তার পাশে দোকানে ঢুকে পড়েন, পেছনে দুই জন দোকানের ভেতরে ঢুকে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে বেরিয়ে পড়ে। ততক্ষণে দোকানের দুই কর্মীও প্রাণের ভয়ে পালিয়ে যায়। মালদহের তৃণমূল নেতা শুট আউট ঘটনার পর এমনই ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি News 18 Bangla.
advertisement

এদিন সকালে ঘটনার সময় যে দোকানটিতে ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার, সেই দোকানের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে এই শুট আউটের ভিডিও। ইতিমধ্যে পুলিশ সেই ভিডিও সংগ্রহ করেছে। গোটা এলাকার থমথমে রয়েছে। প্রত্যক্ষদর্শী সুজন মণ্ডল বলেন, প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনা ঘটেছে। প্রতিদিন এই সময় দুলাল বাবু তাঁর গোডাউনে আসেন। এদিনও এসেছিলেন। সে সময় দুষ্কৃতীরা হামলা চালায়। দুলাল বাবু চিৎকার করলে আমরা বিষয়টি বুঝতে পারি। আমাদের দোকানে ঢুকে পড়েন তিনি। দুষ্কৃতীরা সেখানে ঢুকাই পরপর গুলি চালাই। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল।

advertisement

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে চিনের ভয়ঙ্কর ষড়যন্ত্র! তৈরি হচ্ছে ‘ওয়াটার বোম’! বাংলাদেশ নিয়ে উদ্বেগের মাঝেই ভয়ঙ্কর অভিযোগ

প্রতিদিনের মতোই দিন সকালে মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা বাড়ি থেকে বেরিয়ে তার গোডাউনে যান। মালদহ রতুয়া রাজ্য সড়কের ধারে ইংরেজবাজার শহর সংলগ্ন নিমাইসরা এলাকায় তাঁর গোডাউনটি রয়েছে। সেখানেই নামার পর চারজনের একটি দুষ্কৃতি দল তাঁর পিছু ধাওয়া করে। পিস্তল উঁচিয়ে দুষ্কৃতীদের ধাওয়াতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তার গোডাউনের সামনেই রাস্তার অপরপ্রান্তে একটি দোকান রয়েছে। সেখানে ঢোকার চেষ্টা করেন দুলাল বাবু। তিনি দোকানে ঢুকে পড়লে পিছন থেকে দুষ্কৃতীরা তাড়া করে সেখানে গিয়েই পরপর কয়টা রাউন্ড গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

advertisement

View More

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চারজনের ওই দুষ্কৃতী দল বাইকে করে ঘটনাস্থলে আসে। নিজের গাড়ি থেকে দুলাল বাবুর নামতেই তার পিছু ধাওয়া করে। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদহ জুড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ। ঘটনাস্থল পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ ঘটনাস্থলের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—- হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ছুটছেন তৃণমূল নেতা, হঠাৎ মাথার পিছনে গুলি! ভয়ঙ্কর মৃত্যু মমতার 'প্রিয়' নেতার, নিশানায় পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল