এদিন সকালে ঘটনার সময় যে দোকানটিতে ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার, সেই দোকানের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে এই শুট আউটের ভিডিও। ইতিমধ্যে পুলিশ সেই ভিডিও সংগ্রহ করেছে। গোটা এলাকার থমথমে রয়েছে। প্রত্যক্ষদর্শী সুজন মণ্ডল বলেন, প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনা ঘটেছে। প্রতিদিন এই সময় দুলাল বাবু তাঁর গোডাউনে আসেন। এদিনও এসেছিলেন। সে সময় দুষ্কৃতীরা হামলা চালায়। দুলাল বাবু চিৎকার করলে আমরা বিষয়টি বুঝতে পারি। আমাদের দোকানে ঢুকে পড়েন তিনি। দুষ্কৃতীরা সেখানে ঢুকাই পরপর গুলি চালাই। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল।
advertisement
প্রতিদিনের মতোই দিন সকালে মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা বাড়ি থেকে বেরিয়ে তার গোডাউনে যান। মালদহ রতুয়া রাজ্য সড়কের ধারে ইংরেজবাজার শহর সংলগ্ন নিমাইসরা এলাকায় তাঁর গোডাউনটি রয়েছে। সেখানেই নামার পর চারজনের একটি দুষ্কৃতি দল তাঁর পিছু ধাওয়া করে। পিস্তল উঁচিয়ে দুষ্কৃতীদের ধাওয়াতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তার গোডাউনের সামনেই রাস্তার অপরপ্রান্তে একটি দোকান রয়েছে। সেখানে ঢোকার চেষ্টা করেন দুলাল বাবু। তিনি দোকানে ঢুকে পড়লে পিছন থেকে দুষ্কৃতীরা তাড়া করে সেখানে গিয়েই পরপর কয়টা রাউন্ড গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চারজনের ওই দুষ্কৃতী দল বাইকে করে ঘটনাস্থলে আসে। নিজের গাড়ি থেকে দুলাল বাবুর নামতেই তার পিছু ধাওয়া করে। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদহ জুড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ। ঘটনাস্থল পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ ঘটনাস্থলের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
—- হরষিত সিংহ