India China Relations: ভারতের বিরুদ্ধে চিনের ভয়ঙ্কর ষড়যন্ত্র! তৈরি হচ্ছে 'ওয়াটার বোম'! বাংলাদেশ নিয়ে উদ্বেগের মাঝেই ভয়ঙ্কর অভিযোগ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India China Relations: ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের সবথেকে বড় বাঁধ তৈরি করছে চিন। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে এমনটাই।
নয়াদিল্লি: ভারতের বিদেশ মন্ত্রক যখন চিনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে তৎপর, তখন নতুন করে চিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হল কংগ্রেস।
ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের সবথেকে বড় বাঁধ তৈরি করছে চিন। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে এমনটাই। এক্স হ্যান্ডেলে করা তাদের পোস্টে বলা হয়েছে, এই বাঁধ তৈরির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের মূল লাইফলাইনকে কব্জা করাই লক্ষ্য পড়শি চিনের।
advertisement
advertisement
এই বাঁধকে চিন “ওয়াটার বম্ব” হিসেবে ব্যবহার করতে পারে আগামিদিনে। আশঙ্কা প্রকাশ করে কংগ্রেসের প্রশ্ন, এ নিয়ে মোদি সরকার কেন জিংপিং সরকারের সঙ্গে কথা বলছে না?
এই বাঁধকে ব্যবহার করে ব্যাপক মাত্রায় জল ছেড়ে উত্তর-পূর্ব ভারতকে বন্যায় ভাসানোর ব্লুপ্রিন্ট চিন তৈরি করছে বলে কংগ্রেসের অভিযোগ। একইসঙ্গে জল আটকে যখন তখন খরা তৈরির চেষ্টাও হতে পারে বলে আশঙ্কা কংগ্রেসের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 7:36 PM IST