জানা যাচ্ছে, ফাঁকা বাড়ির সুযোগে প্রায় ৪ দিন ধরে তাণ্ডব চালায় চোরের দল। তবে চুরি করে পালানোর আগে টোটোতে করে প্যাকিং করার সময় প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যান দু’জন। যদিও তার আগেই সোনা, কাঁসা সহ বাড়ির একাধিক নামিদামি জিনিস দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় চারজনের মধ্যে দু’জনকে ধরা গেলেও আরও দু’জন পলাতক বলে দাবি ওই প্রাক্তন সেনা কর্মীর পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ বাইকে করে যাওয়ার সময় গলায় আঘাত! ফের ‘ভিলেন’ সেই চিনা মাঞ্জা, আহত ক্যানিংয়ের যুবক
জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম নবাব আলী। পরিবারের অভিযোগ, বাড়ির মেয়ের বিয়ের জন্য রাখা প্রায় ১৪ ভরি সোনা ও চাঁদির গয়না, ইলেকট্রিক ইনভার্টার, পানীয় জলের মোটর, জলের নল সহ একাধিক কাঁসার সামগ্রী চুরি হয়েছে। বাড়ির মালিক তথা প্রাক্তন সেনা কর্মী নবাব আলী জানান, মেয়ে পড়াশোনার জন্য কলকাতায় রয়েছে। তাঁকে দেখাশোনার জন্য গত তিন মাস ধরে বাড়ির সদস্যরা কলকাতাতেই ছিলেন। এদিন হঠাৎ প্রতিবেশীদের ফোন মারফত জানতে পারেন তাঁদের বাড়িতে চুরি হয়েছে। দু’জনকে ধরা গেলেও আরও দুষ্কৃতী পলাতক। দুই দুষ্কৃতীকে আটকের পর পুলিশের আশ্বাস, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে এলাকাবাসীরা জানান, বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে একটি পুলিশ ক্যাম্প। কিন্তু তা সত্ত্বেও এমন চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সক্রিয় থাকলে এই চুরির ঘটনা ঘটত না বলে দাবি স্থানীয়দের। চুরি কাণ্ডে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে আটকের পর ঘটনার তদন্ত শুরু করেছে মালদহের মানিকচক থানার পুলিশ।