Chinese Manja: বাইকে করে যাওয়ার সময় গলায় আঘাত! ফের 'ভিলেন' সেই চিনা মাঞ্জা, আহত ক্যানিংয়ের যুবক

Last Updated:

Chinese Manja: স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। বাইকের গতি বেশি না থাকায় বড় বিপত্তি হয়নি।

চিনা মাঞ্জা | প্রতীকী ছবি
চিনা মাঞ্জা | প্রতীকী ছবি
ক্যানিং, সুমন সাহাঃ চারিদিকে পুজো পুজো রব। সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো। এখন দীপাবলির অপেক্ষা। এদিকে বিশ্বকর্মা পুজো থেকেই ঘুড়ি উড়ানোর চল শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকে শহরতলি হয়ে জেলা, সর্বত্র একই ছবি। এই ঘুড়ির সুতোই আবার প্রত্যেক বছর ডেকে আনে বিপদ। কলকাতার পর এবার জেলায় চিনা মাঞ্জায় আহত হলেন এক যুবক।
ক্যানিং গার্লস স্কুলের সামনে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন কাজ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন দেবাশিস সর্দার নামে ওই ব্যক্তি। তখনই দু’টো বাড়ির মাঝে ঝুলে থাকা ওই সুতো তাঁর গলায় লাগে। আহত হন তিনি।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর! জেলার বন্যা দুর্গত এলাকায় বই পাঠাতে শুরু করল সরকার, কীভাবে পাওয়া যাবে জেনে নিন
দেবাশিসবাবু বলেন, মাঞ্জার ধারে গলায় আঘাত লাগে। বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ি। আশেপাশের লোকজন এসে জল দেন। পরে হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি। স্থানীয় বাসিন্দাদের অভিমত, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। বাইকের গতি বেশি না থাকায় বড় বিপত্তি হয়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে কখনও ক্যানিং শহরে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা জোর গলায় কেউ বলতে পারছেন না। তবে কলকাতার বুকে এই ধরণের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। যে কারণে মহানগরীর বেশ কিছু উড়ালপুলের দুই ধারে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এদিনের এই ঘটনা নিয়ে থানায় কোনও অভিযোগ হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinese Manja: বাইকে করে যাওয়ার সময় গলায় আঘাত! ফের 'ভিলেন' সেই চিনা মাঞ্জা, আহত ক্যানিংয়ের যুবক
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement