TRENDING:

Malda News: মানসিক রোগীরা পাবেই আইনি পরিষেবা, মালদা মেডিক্যাল চালু 'মনোনয়'

Last Updated:

মানসিক রোগীরা এই ছেলে বিভিন্ন রকম আইনি পরিষেবা পাবেন, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হল সেল

advertisement
মালদহ: মানসিক রোগীদের সাহায্য করবে ‘মনোনয়’।‌ রোগীদের সমস্ত রকমের আইনি সহায়তা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে এই সেল। পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবার পক্ষ থেকে এই সেল খোলা হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এতদিন এই সেল ছিল না মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফলে মানসিক রোগীরা সমস্যায় পড়লে কোন রকম সাহায্য পেতে সমস্যা হত। এবার মালদহ মেডিক্যাল কলেজে এই লিগাল সেল খোলায় অনেকটাই সুবিধা হবে রোগীদের।
advertisement

শুধুমাত্র মানসিক রোগীরা নয়, অন্যান্য রোগীরাও এই ছেলে বিভিন্ন রকম আইনি পরিষেবা সুযোগ সুবিধা পাবেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস বলেন, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হল মনোনয়।‌ মানসিক রোগীরা বিভিন্ন ধরনের আইনি পরিষেবা পাবেন। এছাড়াও অন্যান্য রোগীরাও এখান থেকে বিভিন্ন আইনি পরামর্শ পরিষেবা পাবেন।

আরও পড়ুনTravel Destination: দার্জিলিং গিয়ে গিয়ে বোর হয়ে গেছেন? জাস্ট ২০ কিমি দূরে অপেক্ষা করছে ভার্জিন হিল ডেস্টিনেশন

advertisement

অনেক সময় দেখা যায় সুস্থ হয়ে যাবার পর মানসিক রোগীরা নানান পারিবারিক সমস্যায় পড়েন। মূলত সম্পত্তি সংক্রান্ত সমস্যায় পড়তে হয় তাদের। এই সমস্ত সমস্যা দূর করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবার পক্ষ থেকে এই বিশেষ সেল রয়েছে। এতদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিল না। এবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হল। পাশাপাশি যোগাযোগ করার জন্য টোল ফ্রি নম্বর রয়েছে। ১৫১০০ এই নম্বরে যোগাযোগ করলেও পরামর্শ পাবেন রোগী বা তাদের আত্মীয়রা। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থ মুখোপাধ্যায় বলেন, হাসপাতালের বর্হি বিভাগে এই আইনি সেল চালু করা হল। মানসিক রোগীরা বিভিন্ন ধরনের পরিষেবা‌ পাবেন।

advertisement

View More

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্হি বিভাগে এই বিশেষ সেল খোলা হল। এখান থেকে বিভিন্ন কোন আইনি পরিষেবা সাহায্য পাবেন। সেল করার পাশাপাশি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলেও মিলবে বিভিন্ন রকমের সুবিধা।

সেরা ভিডিও

আরও দেখুন
দিল্লিতে বিস্ফোরণের পর নাশকতার ছক এড়াতে প্রস্তুত আলিপুরদুয়ার পুলিশ! অসম সীমানায় কড়া চেকিং
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মানসিক রোগীরা পাবেই আইনি পরিষেবা, মালদা মেডিক্যাল চালু 'মনোনয়'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল