বাড়িতে বাড়িতে রান্নার কাজ করে কোনরকমে দিন গুজরান জলপাইগুড়ির ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব পাড়া ক্যানেল মোড় এলাকার বাসিন্দা যতীন বর্মন। ভাঙা টিনের ছাউনির ঘর, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে—জীবন চলছিল অভাব আর অনিশ্চয়তার ছায়ায়। কিন্তু গত ২৭ মে বাড়ির পাশের লটারি দোকান থেকে ৯০ টাকায় কেনা টিকিটেই ফিরল ভাগ্যের চাকা। বিকেলে খবর পান, তার টিকিটে লেগেছে এক কোটি টাকার প্রথম পুরস্কার! খুশিতে চোখ ভিজে উঠেছিল ঠিকই, কিন্তু পরদিন ঘটে গেল এক অঘটন! থানায় যাওয়ার পথে হারিয়ে যায় সেই টিকিট।
advertisement
আরও পড়ুন: বর্ষা আসতেই চোখরাঙাচ্ছে তিস্তা! এবার আলাদা নজর প্রশাসনের, খুলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
ভাগ্য বুঝি আবার মুখ ফিরিয়েছে—এই আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন যতীনবাবু। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির পাশেই একটি জায়গা থেকে টিকিটটি খুঁজে পান তার এক বন্ধু। আর তারপর আর দেরি না করে সোজা চলে যান নিউ জলপাইগুড়ি থানায়। আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দিন। শুধু পরিবার নয়, গোটা এলাকাই আনন্দে আত্মহারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যতীনবাবু বলেন, “স্বপ্নেও ভাবিনি আমার মত মানুষের জীবনে এমন কিছু হবে।” তবে, লটারি সম্পর্কে সবাইকে সচেতন থাকা উচিত। লটারি ভাগ্যের খেলা, কিন্তু নেশার যেন না হয়। কারো জীবনে আশীর্বাদ হলেও, অনেকের জীবনে তা দুর্ভোগ ডেকে আনে। তাই সচেতনতা হোক অগ্রগামী।
সুরজিৎ দে





