LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট
বুধবার সকাল সকাল প্রচারে বের হন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায় এবং বাম প্রার্থী দেবরাজ বর্মন’ও ইন সাত সকালেই ভোট প্রচারে বেরিয়ে পড়েন। নির্মলবাবু যেখানকার বিধায়ক সেই ধূপগুড়ির পুর এলাকায় ভোট প্রচার করেন। ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরেন।
advertisement
আরও পড়ুন: ভোট আসে আর যায়, জল যন্ত্রণার ছবিটা বদলায় না
বাম ও বিজেপি প্রার্থীররা কেউ রাজগঞ্জে, আবার কেউ মালবাজার কিংবা কেউ চা বলয়কে কেন্দ্র করে শেষ মুহূর্তের জনসংযোগ সারেন। যেখানে প্রার্থীরা পৌঁছতে পারছেন না সেখানে টোটো গাড়িতে মাইক বেঁধে রাজনৈতিক দলের কর্মীরা প্রচার চালান। এর আগে জলপাইগুড়িতে এসে নিজের দলের প্রার্থীর সমর্থনে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে পদযাত্রা করেন জলপাইগুড়িতে।
সুরজিৎ দে