কলকাতা: শিলিগুড়িতে ভোটের মাঝবেলায় তীব্র অশান্ত ছড়াল৷ বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁকে বেআইনি ভাবে আটকেছে পুলিশ৷ পুলিশের অভিযোগ, তিনি বুথের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন৷ সেই নিয়েই বাঁধে তুলকালাম৷ বিজেপি ও পুলিশের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়৷ এর এই ঘটনায় শেষ পর্যন্ত রিপোর্ট চাইল কমিশন৷
ভোটের মণিপুরে ফের অশান্তি৷ এ বার ভোটের মধ্যেই গুলি চলল মণিপুরে৷ মণিপুরের পূর্ব ইম্ফলের একটি বুথে চলল গুলি৷ দুষ্কৃতীরা এসে গুলি চালাল বুথে, পরপর গুলি চালনার সেই ঘটনা ধরা পড়ল ক্যামেরাতেও৷
ভোটের দিন সকাল থেকেই দফায়-দফায় উত্তেজনা ছড়াল কোচবিহারের বিভিন্ন এলাকায়৷ একদিকে উদয়ন গুহ বারংবার অভিযোগ করলেন পুলিশি নিষ্কৃয়তার৷ পাশাপাশি, তিনি অভিযোগ করলেন, বিজেপি নেতা পুলিশের গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘুরে বেড়াচ্ছেন৷ পাশাপাশি খবর মিলেছে, কোচবিহারের দিনহাটা ব্লকের সভাপতি দুষ্কৃতীদের মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ অন্য দিকে বিজেপির এক কর্মীও আক্রান্ত হয়েছেন বলে অভিযোহ৷ আপাতত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে সংঘর্ষের কোনও খবর আসেনি৷
প্রথম দফায় নির্বাচনে মোট ২১টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হল৷ এ রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে৷ উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ করা হবে৷ এর মধ্যে রয়েছে হেভিওয়েট কোচবিহার৷ সব মিলিয়ে প্রথম দফার নির্বাচনে এ বঙ্গে নজরকাড়া একাধিক প্রার্থী রয়েছেন৷ নজর রয়েছে পাহাড়ের দিকেও৷ পাহাড়ের ভোট কোনদিকে ঝুঁকে থাকে, সে দিকেও নজর থাকবে এ রাজ্যের রাজনৈতিক মহলের৷
প্রথম দফায় ২১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ করা হবে। ১০২টি (সাধারণ-৭৩, এসটি-১১, এসসি১৮) সংসদীয় নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার নির্বাচনে দেশজুড়ে পোলিং অফিসারের সংখ্যা ১৮ লক্ষেরও বেশি। প্রথম পর্যায়ে মোট ভোটারের সংখ্যা ১৬.৬৩ কোটিরও বেশি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার নির্বাচনে জন্য ৮৭ লাখ ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথম দফার নির্বাচনে পুরুষ এবং মহিলা ভোটারদের সংখ্যাও প্রকাশ্যে। সূত্রের খবর অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে ভোটারদের মধ্যে ৮.৪ কোটি পুরুষ, ৮.২৩ কোটি মহিলা এবং ১১,৩৭১ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। প্রথম দফার নির্বাচনে দেশজুড়ে ভোটারদের মধ্যে ৩৫.৬৭ লক্ষ ভোটার প্রথমবার ভোট দেবেন। পাশাপাশি ২০-২৯ বছর বয়সী ৩.৫১ কোটি যুব ভোটার রয়েছে।
১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফায় ভোটের লাইনে দাঁড়াল বাংলার তিন কেন্দ্র—কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা। কোচবিহারে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ প্রথম দফা। বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৩ জেলায় গড় ভোটের হার ৭৭ শতাংশ।
দুপুর তিনটে পর্যন্ত রাজ্যের তিনটি কেন্দ্রে ভোটের হার অত্যন্ত আশাপ্রদ বলেই মনে করা হচ্ছে৷ কমিশনের তরফ থেকে দেওয়া তথ্যে দেখা গিয়েছে, এ রাজ্যের তিনটি কেন্দ্রেই ৬০ শতাংশের বিশ মানুষ ভোট দিয়েছেন৷ কোচবিহার কেন্দ্রে ভোট পড়েছে ৬৫.৫৪ শতাংশ, আলিপুরদুয়ারের ৬৬.২৩ শতাংশ ও জলপাইগুড়িতে ৬৭.২৮ শতাংশ৷
নিশীথ প্রামানিকের গড় হিসেবে পরিচিত ভেটাগুড়ি এলাকায় তুমুল বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে বচসায় জড়ান গ্রামের স্থানীয় মহিলার। স্থানীয়দের মধ্যে বিক্ষোভ দানাবাঁধে বিজেপি পঞ্চায়েত সদস্যর স্বামীকে গ্রেফতারির বিষয় নিয়ে। স্থানীয়দের দাবি, “উদয়ন গুহের নির্দেশের কারণেই বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতার করা হয়েছে।” পরবর্তী সময়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ জানান, “যাঁর বিরুদ্ধে মামলা রয়েছে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। এতে আমার কোনও বিষয় বলে আমি মনে করি না।”
ফলিমারিতে বুথের কাছ থেকে ৯টি তাজা বোমা উদ্ধার করা হয়। বুথ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে এই তাজা বোমা গুলি উদ্ধার করা হয়। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ এসে তাজা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।
ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনায় এ বার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন৷ ঠিক কী ঘটেছিল, কমিশন জানতে চাইল৷ বিজেপির অভিযোগ, বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির৷ পাল্টা অভিযোগ ওঠে, তিনি নির্বাচনী বিধিভঙ্গের চেষ্টা করছেন৷ সেই সময় পুলিশ গ্রেফতার করতে যায়৷ আর সেই ঘটনা ঘিরেই বিজেপি ও তৃণমূল সংমর্থকদের মধ্যে তুলকালাম বাধে৷
Lok Sabha elections 2024: বিজেপি বিধায়ককে গ্রেফতারের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! শিলিগুড়িতে বুথের বাইরে তুলকালাম
শীতলকুচি ব্লকের গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চাত্রা ৫/২০১ বুথে ভোট দিতে যাবার সময় আক্রান্ত বিজেপি কর্মী। হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মন ও ভানু বর্মন। আনুমানিক ৪০-৫০ জন বাহিনী নিয়ে এই ভোটারের উপর আক্রমণ চালায়, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে।
তিনি এই কেন্দ্র থেকেই জিতেছিলেন, আর সেই অমিত শাহকে এ বারেও গান্ধিনগর কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি৷ শুক্রবার সেই কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন অমিত শাহ৷
ছবি- পিটিআই
বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে গ্রেফতারি নিয়ে তুলকালাম কাণ্ড! এ দিন তিনি বুথে ঢুকতে গেলে বাধা দেয় বিধায়ক৷ অভিযোগ ওঠে, তিনি নির্বাচনী বিধিভঙ্গের চেষ্টা করছেন৷ সেই সময় পুলিশ গ্রেফতার করতে যায়৷ আর সেই ঘটনা ঘিরেই বিজেপি ও তৃণমূল সংমর্থকদের মধ্যে তুলকালাম বাধে৷ পুলিশ শিখা চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে রাখে বলে অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে৷ গৌতম দেবের নামে অভিযোগ করা হয়, তিনি অবাধে ঘুরছেন, অথচ শিখা চট্টোপাধ্যায়কে আটকানো হয়েছে৷
তামিলনাড়ুর ৩৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে ১৯ এপ্রিল৷ সেখানেই নির্বাচনে একে একে ভোট দিলেন সে রাজ্যের সেলেব্রিটিরা৷ দেখা গেল, থালাপতি বিজয়, সঙ্গীতকার ইলাইয়ারাজা, বিজয় সেতুপতি-সহ অনেককেই৷
নির্বাচনের উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। সকাল থেকেই বিভিন্ন দলীয় প্রার্থীরা নিজেদের ভোটদান সম্পন্ন করেছেন। তবে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামানিক সকালে ভোট দান না করে। ভোটদান করতে এলেন বেলা ১২:৩০ মিনিটে ভোটদান করার আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস দল থাকবে। ততদিন পর্যন্ত রাজনৈতিক হিংসা অব্যাহত থাকবে।”
ভোট দিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়কে। শুক্রবার শান্তিনগর বৌবাজার প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ নম্বর বুথে ভোট দেন তিনি। আর ভোট দিয়ে বেরিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে অশান্তি সৃষ্টি করার অভিযোগ তুলেছেন তিনি। দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া, বেশ কয়েক জায়গায় বুথ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ করেন তিনি। তবে এবার মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দেবেন বলেন জানান।
গ্রামে প্রচণ্ড ঝড়ের দাপটে কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল জলপাইগুড়ির বার্নিশ গ্রাম৷ আর সেই গ্রামে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে চলেছিল নানারকম রাজনৈতিক চাপানোতর৷ তার মধ্যেই সে গ্রামে শান্তিতে চলছে ভোট৷ স্থানীয় স্কুলে সকাল থেকেই লাইন দিয়ে ভোট দিচ্ছেন এলাকার সাধারণ মানুষ৷
আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানে চারটি বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার আভিযোগ করল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। মনোজ টিগ্গা জানান ১৪/২১,১৪/২২,১৪/২৩,১৪/২৪, এই চারটি বুথে সকালে বিজেপি এজেণ্ট এসেছিল কিন্ত বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে মনোজ টিগ্গা। যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রিসাইডিং অফিসার।
রাজ্যে সকাল থেকে নির্বাচন কেন্দ্রগুলিতে ভোটগ্রহণের প্রক্রিয়ায় বিপুল অংশগ্রহণ চোখে পড়েছিল৷ সেই ধারা অব্যাহত রইল ১১টা পর্যন্ত৷ প্রতি দু’ঘণ্টায় কার্যত ১৫ শতাংশ করে ভোট পড়ছে রাজ্যে৷ এখনও পর্যন্ত রাজ্যে কোচবিহার আসনে ৩৩.৬৩, জলপাইগুড়ি আসনে ৩১.৯৪, অলিপুরদুয়ারে ৩৫.২০ শতাংশ ভোট পড়েছে৷
লোকসভা ভোট ফের হল রক্তাক্ত৷ এ বার মণিপুরের পূর্ব ইম্ফলের বুথে চলল গুলি৷ আর দুষ্কৃতীরা এসে গুলি চালিয় গিয়েছে বলে খবর৷ আর কোত্থেকে চলল গুলি, তা এখনও স্পষ্ট হয়নি৷ তবে, একের পর এক গুলির শব্দ পাওয়া গিয়েছে ভিডিওতে৷