TRENDING:

Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে কীর্তন গাইছেন বিজেপি প্রার্থী

Last Updated:

Lok Sabha Election 2024: মনোজ টিগ্গা বর্তমানে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের সচেতকের দায়িত্ব পালন করছেন। বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পরিবর্তে এবার আলিপুরদুয়ার কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: নির্বাচনে এলে রাজনীতিবিদদের নানান অচেনা রূপে দেখা যায়। বিশেষ করে প্রার্থীরা সারা বছর যা করেন না তেমন অনেক কিছু এই সময় করে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। আবার এই সময়ই অনেক প্রার্থীর নিজস্ব প্রতিভার সঙ্গে পরিচয় ঘটে জনগণের। সেই ধারা মেনে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বিজেপির এই অভিজ্ঞ রাজনীতিবিদ কীর্তন গেয়ে ভোট প্রচার করলেন জনগণের মাঝে।
advertisement

মনোজ টিগ্গা বর্তমানে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের সচেতক দায়িত্ব পালন করছেন। বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পরিবর্তে এবার আলিপুরদুয়ার কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই সময় নষ্ট না করে ভোট প্রচারে নেমে পড়েছেন মনোজ। গোড়া থেকেই প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনও ট্রেনে চেপে, আবার কখনও চা বাগানে পাতা তুলে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন।

advertisement

আর‌ও পড়ুন: গ্রামের মধ্যে গাঁজার চাষ! ঝাঁপিয়ে পড়লেন মহিলারা

এই প্রসঙ্গে মনোজ টিগ্গা বলেন, প্রচারে অভিনবত্ব নিয়ে আসার একটাই কারণ, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো। বর্তমানে কালচিনি বিধানসভায় প্রচার করছেন মনোজ টিগ্গা। দুর্গম এলাকাগুলিতে কখনও সাইকেল নিয়ে আবার কখনও টোটো নিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তাঁকে।আবার বিকেলে মন্দিরে গিয়ে কীর্তন দলের সঙ্গে গাইতেও দেখা যায়। এই বিষয়ে মনোজ টিগ্গা জানান,ভোটে জয়ী হব তা নিশ্চিত। কিন্ত ভাল মার্জিনে যাতে জয় লাভ করতে পাড়ি তার জন‍্য মানুষের কাছে চলে যাচ্ছি।

advertisement

আর‌ও পড়ুন: ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায় মেশিনে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু!

মনোজবাবুর কথায়, মানুষ যা ভালবাসে তার অংশীদার হতে পারলে নিজেদের ভাল লাগে। প্রত‍্যন্ত এলাকাগুলিতে প্রচারে কোনও প্রার্থী যায় না। তাই এই এলাকাগুলিতে প্রচারে বেশি জোর দিয়েছেন বিজেপি প্রার্থী।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে কীর্তন গাইছেন বিজেপি প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল