Ganja Farming: গ্রামের মধ্যে গাঁজার চাষ! ঝাঁপিয়ে পড়লেন মহিলারা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Ganja Farming: এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে এগিয়ে এলেন মহিলারা। তাঁরাই গাঁজার চাষ শেষ করার উদ্যোগ নিলেন
হাওড়া: গ্রামের মধ্যেই হচ্ছিল গাঁজার চাষ! এর ফলে এলাকার অল্পবয়সীদের মধ্যে নেশা করার প্রবণতা বাড়ছিল। তা ঠেকাতেই ঝাঁপিয়ে পড়লেন মহিলারা। হাওড়ার মাজু গ্রামের ঘটনা।
মাদক নেশার আসক্তি শেষ হচ্ছে জীবন, অন্ধকারে ডুবছে সমাজ। সুস্থ সমাজে নেশার কুপ্রভাব যে কী ভয়ঙ্কর রূপ নিতে পারে তা অনেকেরই জানা। পুলিশ-প্রশাসন বিষয়টি নিয়ে সজাগ থাকলেও সকলের চোখে ফাঁকি দিয়ে বেশ কিছু জায়গায় বেআইনিভাবে গাঁজার চাষ চলছে। এমনই ঘটনা ঘটেছে মাজু গ্রামে। আর তাই এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে এগিয়ে এলেন মহিলারা। তাঁরাই এই গাঁজার চাষ শেষ করার উদ্যোগ নিলেন।
advertisement
advertisement
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, গ্রামের পরিত্যক্ত বাড়ি, ঝুপড়ি, দোকান অথবা গ্রামের প্রান্তিক নিরালা স্থান অসামাজিক কাজের মুক্তাঞ্চল হয়ে উঠছে। এর বিরুদ্ধে লড়াইটা শুধু আইন দিয়ে হবে না, বরং সামাজিকভাবেও এর প্রতিকার দরকার বলে ওই গ্রামের বাসিন্দাদের বক্তব্য। আর তাই গ্রামের মহিলারা সমাজের স্বার্থে ‘ঝাঁসির রানি প্রমীলা বাহিনী’ গঠন করে অসামাজিক কাজকর্ম রোধে এগিয়ে আসেন। এই দলের তরফেই লাগাতার অভিযান চলছে নেশার বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: লু সতর্কতা রাজ্যে রাজ্যে…! গনগনে দহন জ্বালায় জ্বলবে জীবন! কী হবে বাংলায়? বিরাট আপডেট দিল IMD
নেশা মুক্ত সমাজ গড়তে সচেতনতার বার্তার প্রচারের পাশাপাশি তাঁরা গ্রাম থেকে মদ-গাঁজার মত নেশার আসর উৎখাত করতে অভিযান চালান। গ্রামের বিভিন্ন এলাকা থেকে গাঁজা খাওয়ার সরঞ্জাম ও বেশ কিছু গাঁজার গাছ উদ্ধার হয় বলে জানা গেছে। এরপর এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টারিং করা হয়। গ্রামের মহিলাদের এই উদ্যোগে স্বস্তিবোধ করছেন এলাকার সাধারণ মানুষ।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2024 1:19 PM IST










