Accidental Death: ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায় মেশিনে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু! 

Last Updated:

ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং-এর কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরির কাজ হয়। অন্যান্য দিনের মত রবিবারও কাজ চলছিল ডানকুনিতে দিল্লি রোডের পাশে অবস্থিত ওই ইঞ্জিনিয়ারিং কারখানায়। হঠাৎ মিক্সার মেশিনটি খারাপ হয়ে যায়

হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিতে দুই শ্রমিকের মৃত্যু 
হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিতে দুই শ্রমিকের মৃত্যু 
হুগলি: কারখানায় কাজ করার সময় মেশিনে আটকে মর্মান্তিক মৃত্যু হল দুই শ্রমিকের। ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং-এর ঘটনা। মেশিন খারাপ হয়ে গেলে সেটি ঠিক করার চেষ্টা করছিলেন শেখ আনোয়ার ও হীরালাল নামে দুই শ্রমিক। সেই সময়ই মেশিনটি হঠাৎ চলতে শুরু করলে তাতে আটকে গিয়ে গুরুতর জখম হন তাঁরা দু’জন। পরে মৃত্যু হয়।
ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং-এর কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরির কাজ হয়। অন্যান্য দিনের মত রবিবারও কাজ চলছিল ডানকুনিতে দিল্লি রোডের পাশে অবস্থিত ওই ইঞ্জিনিয়ারিং কারখানায়। হঠাৎ মিক্সার মেশিনটি খারাপ হয়ে যায়। সেটি সারানোর কাজ চলছিল। দুপুরে সেই কাজ করার সময় দুই শ্রমিক প্রয়োজনে মেশিনের ভিতরে ঢোকেন। সেই সময় হঠাৎ‌ই মেশিনটি চলতে শুরু করে দেয়। এতে গুরুতর আহত হন ওই দুই শ্রমিক।
advertisement
advertisement
বাকিরা কোনরকমে মিক্সার মেশিনটি বন্ধ করে তা থেকে ওই দুই আহত শ্রমিককে বের করে হাসপাতালে নিয়ে যান। শেখ আনোয়ারকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর হীরালালকে কামারহাটি ইএসআই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দু’জনেরই মৃত্যু হয় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে চলে আসে সেখ আনোয়ারের পরিবার। তাঁর স্ত্রী জানান, সকাল ১০ টা নাগাদ‌ও ফোনে কথা হয়েছিল। তখন জানিয়েছিলেন, মেশিন খারাপ তাই বসে আছেন। তারপর দুপুরে সহকর্মীরা ফোন করে দুর্ঘটনায় আহত হ‌ওয়ার কথা জানিয়েছিলেন। তবে বলা হয়েছিল পায়ে আঘাত লেগেছে। কিন্তু এখানে এসে পুরো ঘটনাটি জানতে পারেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। জানা গিয়েছে, দুই মৃত শ্রমিকই ওই কারখানায় ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন।
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accidental Death: ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায় মেশিনে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু! 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement