Villagers Protest: বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হল গ্রামের প্রধান রাস্তা! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

বারে বারে এই বেহাল রাস্তার বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানালেও কোনও সুরাহা হয়নি। তাতেই ধৈর্য হারিয়ে বুধবার দুপুর থেকে সরকারি রাস্তার উপর বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

+
রাস্তার

রাস্তার উপরে বেড়া

দক্ষিণ ২৪ পরগনা: বছরের পর বছর চলে যায়। পথশ্রী প্রকল্পে রাজ্যের হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার হয়, কিন্তু ক্যানিংয়ের আমতলা গ্রামের আখন্দ পাড়ার রাস্তার হাল আর ফেরে না। প্রতিদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে টোটো, অটো এমনকি স্কুল পড়ুয়াদের। রাস্তার দুধারেই পুকুর হওয়ায় অনেক সময় সেই পুকুরে উল্টে যাচ্ছে গাড়ি।
বারে বারে এই বেহাল রাস্তার বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানালেও কোনও সুরাহা হয়নি। তাতেই ধৈর্য হারিয়ে বুধবার দুপুর থেকে সরকারি রাস্তার উপর বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। কোনমতে সেই বেড়ার ফাঁক গলে একজন একজন করে পারাপার করা গেলেও বাইক, টোটো বা অন্য কোনও গাড়ি চলাচল করতে পারছে না। গ্রামবাসীদের দাবি, দশ বছরের বেশি সময় ধরেই গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইটের রাস্তার বেহাল দশা। বেশিরভাগ জায়গায় ইট উঠে গিয়েছে, ভেঙে গিয়েছে। ভাঙতে ভাঙতে রাস্তা অনেক সরুও হয়ে গিয়েছে বহু জায়গায়। কিন্তু তবুও এই রাস্তা মেরামত করা হচ্ছে না কোন এক অজানা কারণে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই পরিস্থিতিতে ভোটের আগে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানালেন গ্রামের বাসিন্দারা। এই রাস্তা বহুদিন ধরেই খারাপ। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এই রাস্তা দিয়ে ইটভাটার বড় বড় মোটর ভ্যান চলছে, তাতে আরও ভাঙছে রাস্তা। রাস্তা দিয়ে যেতে গিয়ে টোটো উল্টে জলে পড়ছে, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে পুকুরে পড়ছে। তাই রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা বন্ধ করেছেন গ্রামবাসীরা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Villagers Protest: বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হল গ্রামের প্রধান রাস্তা! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement