Fire Breaks Out: আগুন লেগে পাওয়ার হাউসের কোটি টাকার জিনিস নষ্ট, দমকলকে খবরই দিল না কর্মীরা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
পাওয়ার হাউসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন এলাকার বাসিন্দারাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে
নদিয়া: পাওয়ার হাউসে আগুন লেগে কোটি টাকার ক্ষয়ক্ষতি। গোটা ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এলাকাবাসীদের। চাঞ্চল্যকর ঘটনাটি শান্তিপুরের। এই অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে।
পাওয়ার হাউসে আগুন লাগার এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পাওয়ার হাউসে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পাওয়ার হাউসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন এলাকার বাসিন্দারাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। দমকল বাহিনীর একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাতে বিশেষ একটা সুবিধা হয়নি। সময়মত দ্বিতীয় ইঞ্জিন না পৌঁছনোর কারণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে।
advertisement
advertisement
এদিকে পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিদ্যুৎ দফতরের কর্মীদের তা নিয়ে হেল দোল ছিল না বলে স্থানীয়দের অভিযোগ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পলি পাল জানান, হঠাৎ করে সন্ধেয় পাওয়ার হাউজের পেছন দিকে স্টোর রুমে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও সময় মত দমকলকে খবর দেওয়ার কোনও সদিচ্ছা দেখায়নি বিদ্যুৎ দফতরের কর্মীরা। বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মাঝপথে ইঞ্জিনিয়ার জল ফুরিয়ে যায়। এরপর আগুন জ্বলতে থাকলেও দীর্ঘক্ষণ দ্বিতীয় ইঞ্জিন না এসে পৌঁছনোয় আগুনের তীব্রতা বাড়তে থাকে। এছাড়াও পাওয়ার হাউসে আগুন লেগে যাওয়ার ফলে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার হাউসে অগ্নি নির্বাহের কোনও ব্যবস্থা রাখা ছিল না বলেও অভিযোগ উঠেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পাওয়ার হাউসের পেছনদিকে মূল্যবান ট্রান্সফরমার সহ বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বহু মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই মূলত এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান এলাকাবাসী ও দমকল কর্মীদের।
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2024 5:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Breaks Out: আগুন লেগে পাওয়ার হাউসের কোটি টাকার জিনিস নষ্ট, দমকলকে খবরই দিল না কর্মীরা!