Cold Storage Accident: কোল্ড স্টোরেজের সিলিন্ডার ফেটে ছড়িয়ে পড়ল অ্যামোনিয়া

Last Updated:

গোঘাট-২ ব্লকের শান্তিপুর এলাকার একটি কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে গোঘাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন

গ্যাস লিক  
গ্যাস লিক  
হুগলি: কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস লিক করে ছড়াল আতঙ্ক। সিলিন্ডার ফেটে গ্যাস ছড়িয়ে পরে বলে জানা গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়ে কোল্ড স্টোরেজের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। গোঘাটের ঘটনা।
হুগলির গোঘাট-২ ব্লকের শান্তিপুর এলাকার একটি কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে গোঘাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের ওই কোল্ড স্টোরেজে শনিবার সকালে রোজের মত‌ই কাজ হচ্ছিল। হঠাৎই সিলিন্ডার ফেটে যায়। সঙ্গে সঙ্গে তা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। বেশ কিছুক্ষণের মধ্যে পার্শবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে গ্যাস।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস লিকের খবর পেয়ে আতঙ্কিত হয়ে পরে স্থানীয়রা। তবে সেখানকার কর্মীদের থেকে খবর পেয়ে দ্রুত এলাকায় এসে পৌঁছয় দমকল। তাঁরা জল ছড়িয়ে স্টোরেজের ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তাতেও অসুবিধায় পড়তে হয়। এদিকে কোল্ড স্টোরেজের কর্মীদের ধারণা, গ্যাসের দ্বায়িত্বে থাকা অধিকারিক হয়ত ভাল্ব ঠিকমত আঁটতে না পাড়ার কারণেই এই বিপত্তি ঘটে।এই ঘটনায় সময় কারোর কোনও ক্ষতি হয়নি। তবে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে যাতে পরে কারোর কোন‌ও সমস্যা না হয় তাই পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cold Storage Accident: কোল্ড স্টোরেজের সিলিন্ডার ফেটে ছড়িয়ে পড়ল অ্যামোনিয়া
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement