Rose Farming: মাটি ছাড়াই গোলাপের চাষ, সহজে হয়ে যান মালামাল!

Last Updated:

মাটি ছাড়াই বড় হয়ে উঠবে গোলাপ গাছ, এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন? কিন্তু এমন অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের অশোক কুমার মাইতি

+
কাঠ

কাঠ কয়লাতে হবে গোলাপ

পশ্চিম মেদিনীপুর: সবাই কমবেশি গোলাপ পছন্দ করে। শখে অনেকেই বাড়িতে গোলাপ গাছ লাগিয়ে থাকেন। কিন্তু সেই গোলাপ গাছ সাধারণত জৈব সারের সাহায্যে মাটি দিয়ে টবে বড় করে তোলা হয়। তবে বর্তমানে গোলাপ গাছ যেভাবে লাগানো হচ্ছে জানলে অবাক হবেন। এবার গোলাপের গাছ লাগানো কিংবা বৃহৎ আকারের গোলাপ চাষ করতে গিয়ে আর প্রয়োজন হবে না মাটির। স্টোনচিপ, কয়লার অঙ্গারে কিংবা ধানের তুষেই হবে গোলাপ!
মাটি ছাড়াই বড় হয়ে উঠবে গোলাপ গাছ, এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন? কিন্তু এমন অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের অশোক কুমার মাইতি। জকপুরে তাঁর একটি গোলাপের নার্সারি আছে। এখানকার গোলাপ গাছ দেশ-বিদেশে সরবরাহ হয়। তথাকথিত সামান্য কয়েকটি রঙের নয়, এখানে আছে একাধিক প্রজাতির গোলাপের গাছ। তবে মাটির পাশাপাশি গোলাপ চাষ হচ্ছে স্টোনচিপ, কাঠ কয়লার টুকরো এবং ধানের তুষের মধ্যে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অশোক কুমার মাইতি বিজ্ঞানসম্মত উপায়ে মাটি বাদ দিয়ে স্টোনচিপ এবং ধানের তুষে চাষ করেছেন হরেক রঙের গোলাপ গাছ। স্বাভাবিকভাবে জৈব সার, মাটি, সামান্য ওষুধ দিয়ে গোলাপ গাছ লাগানো হয়। বেশ কয়েকটি রং ও প্রজাতির গোলাপ গাছ পাওয়া যায় ভারতে। কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে ধানের তুষ এবং স্টোনচিপে, কয়লার অঙ্গারে গোলাপের চাষ এর আগে কোথাও দেখা যায়নি। এই বিকল্প পদ্ধতিতে গোলাপ চাষের ফলে পোকামাকড় বা অতিরিক্ত বৃষ্টিতে গাছ পচে যাওয়ার সমস্যা অনেকটাই কমে গিয়েছে। এতে গাছ যেমন ভাল থাকে তেমনই খরচও বেশ কম পড়ে। এছাড়াও কয়লার অঙ্গার পরবর্তীতে রাসায়নিকে ধুয়ে ফের ব্যবহার করা যায়। এইভাবে গোলাপ চাষ করে রোজগারও বেড়েছে নার্সারি মালিকের।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rose Farming: মাটি ছাড়াই গোলাপের চাষ, সহজে হয়ে যান মালামাল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement