Rose Farming: মাটি ছাড়াই গোলাপের চাষ, সহজে হয়ে যান মালামাল!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
মাটি ছাড়াই বড় হয়ে উঠবে গোলাপ গাছ, এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন? কিন্তু এমন অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের অশোক কুমার মাইতি
পশ্চিম মেদিনীপুর: সবাই কমবেশি গোলাপ পছন্দ করে। শখে অনেকেই বাড়িতে গোলাপ গাছ লাগিয়ে থাকেন। কিন্তু সেই গোলাপ গাছ সাধারণত জৈব সারের সাহায্যে মাটি দিয়ে টবে বড় করে তোলা হয়। তবে বর্তমানে গোলাপ গাছ যেভাবে লাগানো হচ্ছে জানলে অবাক হবেন। এবার গোলাপের গাছ লাগানো কিংবা বৃহৎ আকারের গোলাপ চাষ করতে গিয়ে আর প্রয়োজন হবে না মাটির। স্টোনচিপ, কয়লার অঙ্গারে কিংবা ধানের তুষেই হবে গোলাপ!
মাটি ছাড়াই বড় হয়ে উঠবে গোলাপ গাছ, এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন? কিন্তু এমন অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের অশোক কুমার মাইতি। জকপুরে তাঁর একটি গোলাপের নার্সারি আছে। এখানকার গোলাপ গাছ দেশ-বিদেশে সরবরাহ হয়। তথাকথিত সামান্য কয়েকটি রঙের নয়, এখানে আছে একাধিক প্রজাতির গোলাপের গাছ। তবে মাটির পাশাপাশি গোলাপ চাষ হচ্ছে স্টোনচিপ, কাঠ কয়লার টুকরো এবং ধানের তুষের মধ্যে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অশোক কুমার মাইতি বিজ্ঞানসম্মত উপায়ে মাটি বাদ দিয়ে স্টোনচিপ এবং ধানের তুষে চাষ করেছেন হরেক রঙের গোলাপ গাছ। স্বাভাবিকভাবে জৈব সার, মাটি, সামান্য ওষুধ দিয়ে গোলাপ গাছ লাগানো হয়। বেশ কয়েকটি রং ও প্রজাতির গোলাপ গাছ পাওয়া যায় ভারতে। কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে ধানের তুষ এবং স্টোনচিপে, কয়লার অঙ্গারে গোলাপের চাষ এর আগে কোথাও দেখা যায়নি। এই বিকল্প পদ্ধতিতে গোলাপ চাষের ফলে পোকামাকড় বা অতিরিক্ত বৃষ্টিতে গাছ পচে যাওয়ার সমস্যা অনেকটাই কমে গিয়েছে। এতে গাছ যেমন ভাল থাকে তেমনই খরচও বেশ কম পড়ে। এছাড়াও কয়লার অঙ্গার পরবর্তীতে রাসায়নিকে ধুয়ে ফের ব্যবহার করা যায়। এইভাবে গোলাপ চাষ করে রোজগারও বেড়েছে নার্সারি মালিকের।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2024 3:41 PM IST