LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের নাম ভারতবর্ষ। আর সেই গণতন্ত্রের প্রধান উৎসব হল নির্বাচন। সব রাজনৈতিক দলই এবারের সাধারণ নির্বাচনকে অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে। ফলে ভোট প্রচার মিটে গেলেও ভোটগ্রহণের আগে প্রস্তুতির শেষ নেই। উত্তরের বন, জঙ্গল, প্রাকৃতিক পরিবেশ এইসব নানান থিমে সাজানো হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে। জলপাইগুড়ি জেলার মোট ১৯০৪ টি ভোট গ্রহণকেন্দ্রের মধ্যে ৩০ টি বুথকে মডেল হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, গোলাপি রঙে সাজিয়ে তোলা হচ্ছে বুথগুলোকে।
advertisement
আরও পড়ুন: থানার পাশেই বিধ্বংসী আগুন, যশোর রোডে ভয়ঙ্কর কাণ্ড
সবমিলিয়ে ভোটগ্রহণের আগের দিন জেলার বিভিন্ন প্রান্তে যেন উৎসবের আমেজ। নাগরাকাটা রামকৃষ্ণ প্রাইমারি স্কুলের বুথ (বুথ নং-১৬৯) পরিবেশবান্ধব থিমে সাজিয়ে তোলা হচ্ছে। চা বাগানের থিমে সাজিয়ে তোলা হচ্ছে মেটেলি ব্লকের মেটেলি জুনিয়র হাই স্কুল (বুথ নং- ৩৪) কে। ক্রান্তি ব্লকে লাটাগুড়ি গার্লস হাই স্কুলের ২৩৬ এবং ২৩৭ নং বুথে পর্যটনকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে। একইভাবে মাল উদিচি কমিউনিটি সেন্টারের বুথ নং ১২২-এর থিম যুব সমাজ। বানারহাট গার্লস হাইস্কুলের (বুথ নং ১১) থিম গাছ লাগান, প্রাণ বাঁচান। অতিরিক্ত জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শনী ভট্টাচার্য জানান, জেলার মধ্যে ১৫০ টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলা পরিচালিত হবে।
LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট
সুরজিৎ দে