Fire Broke Out: থানার পাশেই বিধ্বংসী আগুন, যশোর রোডে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Fire Broke Out: ভোররাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। হাবড়া থানার পুলিশ কর্মীরাই প্রথম আগুন দেখতে পান। তাঁরাই খবর দেন দমকলে

অগ্নিকাণ্ডের ঘটনা
অগ্নিকাণ্ডের ঘটনা
উত্তর ২৪ পরগনা: ভোররাতে হঠাৎই বিধ্বংসী আগুন লাগল হাবড়া থানার কাছে। থানার পাশের একটি দোকানে আগুন লাগে। যশোর রোডের পাশে যে দোকানে আগুন লাগে সেটি একটি জেরক্স বা প্রতিলিপি করার দোকান। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গিয়েছে, ভোররাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। হাবড়া থানার পুলিশ কর্মীরাই প্রথম আগুন দেখতে পান। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকানের মধ্যে থাকা ফ্রিজ, কম্পিউটার, জেরক্স মেশিন সবকিছুই পুড়ে যায়।
advertisement
advertisement
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বড় বিপদ ঘটতে পারত। দোকানের সামনেই রাখা ছিল একটি বাজেয়াপ্ত করা লরি। সেটিতে আগুন ধরে গেলে চরম বিপত্তি ঘটত বলে অনুমান দমকল কর্মীদের। পাশে থাকা বেশ কয়েকটি দোকান সহ ক্ষতিগ্রস্ত হয় হাবড়া প্রেসক্লাবের একাংশও। দমকল অধিকারীকরা জানিয়েছেন, যেহেতু জেরক্সের এই দোকানের সঙ্গে একটি চায়ের দোকানও ছিল তাই চায়ের উনুন কিংবা শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন‌ও হতাহতের খবর নেই। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখার চেষ্টা করছেন দমকল আধিকারিক থেকে হাবরা থানার পুলিশ আধিকারিকরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Broke Out: থানার পাশেই বিধ্বংসী আগুন, যশোর রোডে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement