কয়েকদিন আগে চিতাবাঘের আক্রমণে আহত হন এক চা শ্রমিক। চিতাবাঘকে বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয়েছিল। শনিবার সকালে সেই টোপেই খাঁচাবন্দি চিতাবাঘ। ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে।
advertisement
এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা খাঁচায় বন্দি চিতাবাঘটি দেখতে পান। ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝখানে খাঁচায় আটকে পড়েছিল চিতাবাঘটি। এরপর চা বাগান কর্তৃপক্ষ বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায় খবর দেয়। বিন্নাগুড়ি শাখার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন।
আরও পড়ুন: প্রস্রাবের পরপরই ঢকঢক করে জল খাচ্ছেন? কিডনির দফারফা হচ্ছে নাকি? ভুল করার আগে এখনই জানুন
চিতাবাঘটি খাঁচায় বন্দি হওয়ার পর বাগানের শ্রমিকরা কিছুটা আতঙ্কমুক্ত। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানিয়েছেন, ছাগলের টোপ দিয়ে তিনদিন পর চিতাবাঘটি খাঁচায় বন্দি হয়। এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। সুস্থ অবস্থায় থাকায় শীঘ্রই বাঘটিকে জঙ্গলে মুক্ত করে দেওয়া হবে
সুরজিৎ দে






