Nail Cutter: নেল কাটারের পেছনে এই ছোট ছিদ্র কেন থাকে বলুন তো? ৯৯% লোকজনই জানেন না এর কাজ, ব‍্যবহার জানলে মাথা ঘুরে যাবে

Last Updated:
Nail Cutter: নেল কাটার, মূলত নখ কাটার জন‍্যই ব‍্যবহৃত হয় এই ছোট্ট যন্ত্রটি। কিন্তু শুধুই নখ কাটা নয়, এর আরও একাধিক ব‍্যবহার রয়েছে। ছোট্ট নেল কাটারকে আরও বিভিন্ন উপায়ে ব‍্যবহার করা যায়, যা বেশিরভাগ জনের কাছেই অজানা।
1/8
নেল কাটার, মূলত নখ কাটার জন‍্যই ব‍্যবহৃত হয় এই ছোট্ট যন্ত্রটি। কিন্তু শুধুই নখ কাটা নয়, এর আরও একাধিক ব‍্যবহার রয়েছে। ছোট্ট নেল কাটারকে আরও বিভিন্ন উপায়ে ব‍্যবহার করা যায়, যা বেশিরভাগ জনের কাছেই অজানা।
নেল কাটার, মূলত নখ কাটার জন‍্যই ব‍্যবহৃত হয় এই ছোট্ট যন্ত্রটি। কিন্তু শুধুই নখ কাটা নয়, এর আরও একাধিক ব‍্যবহার রয়েছে। ছোট্ট নেল কাটারকে আরও বিভিন্ন উপায়ে ব‍্যবহার করা যায়, যা বেশিরভাগ জনের কাছেই অজানা।
advertisement
2/8
শুধু তাই নয়, ছোট্ট নেল কাটারের প্রতিটি অংশের ব‍্যবহারও অনেকে সম্পূর্ণরূপে জানেন না। ঠিক যেমন নেল কাটারের পেছনে থাকে একটি ছিদ্র। এই ছিদ্র কেন থাকে, কী এর ব‍্যবহার, তা প্রচুর নেল কাটার ব‍্যবহারকারীদের কাছেই অজানা।
শুধু তাই নয়, ছোট্ট নেল কাটারের প্রতিটি অংশের ব‍্যবহারও অনেকে সম্পূর্ণরূপে জানেন না। ঠিক যেমন নেল কাটারের পেছনে থাকে একটি ছিদ্র। এই ছিদ্র কেন থাকে, কী এর ব‍্যবহার, তা প্রচুর নেল কাটার ব‍্যবহারকারীদের কাছেই অজানা।
advertisement
3/8
নেল কাটার কেবল মাত্র ‘নেল’ কাটার জন‍্য বা নখ কাটার জন‍্য নয়, ব‍্যবহার করা যায় বিভিন্ন কাজে। নেল কাটারের ব‍্যবহার সম্পূর্ণরূপের গৃহস্থালির প্রচুর কাজও দিব‍্যি সহজ করে দেবে এটি। নীচে তেমনই নেল কয়েকটি অন‍্য রকম ব‍্যবহার তালিকা করে দেওয়া হল।
নেল কাটার কেবল মাত্র ‘নেল’ কাটার জন‍্য বা নখ কাটার জন‍্য নয়, ব‍্যবহার করা যায় বিভিন্ন কাজে। নেল কাটারের ব‍্যবহার সম্পূর্ণরূপের গৃহস্থালির প্রচুর কাজও দিব‍্যি সহজ করে দেবে এটি। নীচে তেমনই নেল কয়েকটি অন‍্য রকম ব‍্যবহার তালিকা করে দেওয়া হল।
advertisement
4/8
তার কাটার কাজে নেল কাটারের ব‍্যবহার:  সবাই জানে, তার খোলার জন্য প্লাস ব্যবহার করা হয়। কিন্তু যদি হাতের কাছে প্লাস না থাকে, তবে দিব‍্যি ব‍্যবহার করা যেতে পারে নেল কাটার। অনেকেই প্লাস না থাকলে দাঁত দিয়ে টেনে খোলেন তার। স্বাস্থ‍্যের জন‍্য মোটেই ভাল নয় এই কাজ। এখানেই ব‍্যবহার করুন নেল কাটার।
তার কাটার কাজে নেল কাটারের ব‍্যবহার: সবাই জানে, তার খোলার জন্য প্লাস ব্যবহার করা হয়। কিন্তু যদি হাতের কাছে প্লাস না থাকে, তবে দিব‍্যি ব‍্যবহার করা যেতে পারে নেল কাটার। অনেকেই প্লাস না থাকলে দাঁত দিয়ে টেনে খোলেন তার। স্বাস্থ‍্যের জন‍্য মোটেই ভাল নয় এই কাজ। এখানেই ব‍্যবহার করুন নেল কাটার।
advertisement
5/8
নেল কাটারের যে অংশ দিয়ে নখ কাটা হয়, সেই অংশ খুলে সেখান দিয়ে টানলেই দিব‍্যি খুলে যাবে তারের উপরের প্লাস্টিকের অংশ। ভেতরের তামার সরু তার খুব সহজেই বেরিয়ে আসবে। তবে সতর্ক হয়ে করবেন অতিরিক্ত চাপে ছিঁড়ে যেতে পারে তার।
নেল কাটারের যে অংশ দিয়ে নখ কাটা হয়, সেই অংশ খুলে সেখান দিয়ে টানলেই দিব‍্যি খুলে যাবে তারের উপরের প্লাস্টিকের অংশ। ভেতরের তামার সরু তার খুব সহজেই বেরিয়ে আসবে। তবে সতর্ক হয়ে করবেন অতিরিক্ত চাপে ছিঁড়ে যেতে পারে তার।
advertisement
6/8
নেল কাটার হতে পারে মশার কয়েল স্ট্যান্ড: যদি কখনও মশার কয়েল লাগানোর স্ট্যান্ড হারিয়ে যায়, তাহলে চিন্তা করবেন না এর জন্য আপনি নেল কাটার ব্যবহার করতে পারেন। এর জন্য নেল কাটারের ভিতরে থাকা সমস্ত অংশ বের করে মেঝেতে রেখে দিন। দিব‍্যি হয়ে যাবে মশা কয়েলের স্ট‍্যান্ড।
নেল কাটার হতে পারে মশার কয়েল স্ট্যান্ড: যদি কখনও মশার কয়েল লাগানোর স্ট্যান্ড হারিয়ে যায়, তাহলে চিন্তা করবেন না এর জন্য আপনি নেল কাটার ব্যবহার করতে পারেন। এর জন্য নেল কাটারের ভিতরে থাকা সমস্ত অংশ বের করে মেঝেতে রেখে দিন। দিব‍্যি হয়ে যাবে মশা কয়েলের স্ট‍্যান্ড।
advertisement
7/8
দিব‍্যি হয়ে যাবে মশা কয়েলের স্ট‍্যান্ড। নেল কাটারের পেছনের ছিদ্রের ব‍্যবহার: নেল কাটারের পেছনের ছিদ্রটিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। বেশিরভাগ সবাই মনে করেন এই এটি কেবল নেহাত সৌন্দর্যের কারণে দেওয়া থাকে। তা কিন্তু নয়।
নেল কাটারের পেছনের ছিদ্রের ব‍্যবহার: নেল কাটারের পেছনের ছিদ্রটিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। বেশিরভাগ সবাই মনে করেন এই এটি কেবল নেহাত সৌন্দর্যের কারণে দেওয়া থাকে। তা কিন্তু নয়।
advertisement
8/8
নেল কাটারের পেছনের গোল ছিদ্রটি চাইলে চাবি রিং হিসেবে ব‍্যবহার করতে পারেন। পাশাপাশি এই গোল অংশকে কাজে লাগিয়ে তার বাঁকাতেও পারেন। অ‍্যালুমিনিয়মের তার বা ওই জাতীয় জিনিসপত্র বাঁকানোর কাজে ব‍্যবহার করতে পারেন নেল কাটারের ওই গোল ছিদ্র।
নেল কাটারের পেছনের গোল ছিদ্রটি চাইলে চাবি রিং হিসেবে ব‍্যবহার করতে পারেন। পাশাপাশি এই গোল অংশকে কাজে লাগিয়ে তার বাঁকাতেও পারেন। অ‍্যালুমিনিয়মের তার বা ওই জাতীয় জিনিসপত্র বাঁকানোর কাজে ব‍্যবহার করতে পারেন নেল কাটারের ওই গোল ছিদ্র।
advertisement
advertisement
advertisement