উল্লেখ্য দু'দিন আগেই বন দফতর ১২ ফুটের কিং কোবরা সাপ উদ্ধার করেছিল নাগড়াকাটা ব্লকের একটি বাড়ি থেকে। আর এবার ফের উদ্ধার হল আরও একটি বিশাল আকৃতির কিং কোবরা সাপ।
আরও পড়ুন- 'কারও পা ধরে লাভ নেই!' পঞ্চায়েতে বিরাট চমক তৃণমূলের? অভিষেকের ইঙ্গিত জল্পনা
গরুবাথান ব্লকের মিশন হিল চা বাগান থেকে উদ্ধার হয় এই ১১ ফিটের কিং কোবরা। এদিন চা বাগানের নালার মধ্যে শ্রমিকেরা কাজ করার সময় এই সাপটি দেখতে পেয়ে বনদফতরকে খবর দেয়। এর পর ঘটনাস্থলে গরুবাথান বন দফতর গিয়ে সাপটিকে উদ্ধার করে। সাপটিকে প্রথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেয় বনকর্মীরা।
advertisement
বনকর্মীদের অনুমান নিকটবর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকেই সাপটি এসেছিল এলাকায়। সেই কারণে ভুট্টাবাড়ি জঙ্গলেই ছেড়ে দেওয়া হয় কিং কোবরা সাপটিকে। যদিও বারবার কিং কোবরা সাপ বা বন্যপ্রাণের লোকালয়ে চলে আসার বিষয়টিকে কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়, এমনটা বলেই মনে করছেন পরিবেশ প্রেমী থেকে গবেষকেরা।
আরও পড়ুন- জেলার হস্তশিল্পীদের হাতের কাজের প্রর্দশনী, রায়গঞ্জে শুরু চারুকলা মেলা
কারণ, এক শ্রেণীর মানুষ আর্থিক মুনাফার স্বার্থে জঙ্গল লাগোয়া জমিতে বহুতল আবাসন যেমন নির্মাণ করছে। পাশপাশি জঙ্গলের ঘনত্ব ক্রমশ কমে যাওয়ায় ব্যাপক প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। যে কারণে কিং কোবরার মতো অতি বিষাক্ত সাপও তার অবস্থান বদল করছে অন্যান্য বন্যপ্রাণের মতোই।
সুরজিৎ দে





