Uttar Dinajpur News: জেলার হস্তশিল্পীদের হাতের কাজের প্রর্দশনী, রায়গঞ্জে শুরু চারুকলা মেলা
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Uttar Dinajpur News: ইউনেস্কোর ব্যবস্থাপনায় এই চারুকলা উৎসবে থাকছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পচর্চারত নির্বাচিত শিল্পীদের শিল্পকর্ম
পিয়া গুপ্তা, রায়গঞ্জ: ইউনেস্কোর ব্যবস্থাপনায় রায়গঞ্জে শুরু হল তিন দিনের চারুকলা মেলা। এই চারুকলা উৎসবে থাকছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পচর্চারত নির্বাচিত শিল্পীদের শিল্পকর্ম।নবীন-প্রবীণ শিল্পীদের পারস্পরিক মেলবন্ধনের পাশাপাশি তাঁদের হাতের তৈরি নানা শিল্পকর্ম বিক্রি হচ্ছে এই মেলায় ।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মিলিতভাবে উত্তর দিনাজপুর চারুকলা উৎসবের সূচনা হয়।
উৎসবের সূচনা হয়গাছে জল ঢালার মধ্য দিয়ে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল,রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক প্রামাণিক, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস-সহ আরও অনেক ব্যক্তিত্ব।মেলায় দুই দিনাজপুর জেলার হস্তশিল্পীরা তাঁদের বানানো বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার যেমন মজুত করেছেন তেমনই দুই দিনাজপুর জেলার মুখা শিল্পী,ভাওয়াইয়া শিল্পী,খন গানের শিল্পী,রাজবেশে, রাভা জনজাতির মন মাতানো নৃত্যও হাজির।
advertisement
আরও পড়ুন : প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের শিল্প, চরম আর্থিক সঙ্কটে শিল্পীরা
এই তিন দিনের মেলায় রোজ সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শিল্পীদের অনুষ্ঠান চলবে। উত্তর দিনাজপুর চারুকলা উৎসব চলবে আগামী ৯ ই এপ্রিল পর্যন্ত।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2023 9:02 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: জেলার হস্তশিল্পীদের হাতের কাজের প্রর্দশনী, রায়গঞ্জে শুরু চারুকলা মেলা









