Abhishek Banerjee: 'কারও পা ধরে লাভ নেই!' পঞ্চায়েতে বিরাট চমক তৃণমূলের? অভিষেকের ইঙ্গিত জল্পনা তুঙ্গে

Last Updated:
আলিপুরদুয়ারের সভায় অভিষেক৷
আলিপুরদুয়ারের সভায় অভিষেক৷
আলিপুরদুয়ার: পঞ্চায়েতে প্রার্থী কাকে চাইছেন? সরাসরি জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এ দিন আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফের জানিয়ে দিয়েছেন, ভোট হবে অবাধ শান্তিপূর্ণ। মানুষ যাঁকে চাইবেন, তাঁকেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রার্থী করা হবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগে আলিপুরদুয়ারের জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভামঞ্চ থেকে অবাধ পঞ্চায়েত ভোটের বার্তা দিলেন তিনি। এর আগেও একাধিকবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা দিয়েছেন অভিষেক। বলেছেন, প্রয়োজনে তিনি দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন করাবেন। এবার সরাসরি অবাধ, শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিলেন তিনি।
advertisement
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “পঞ্চায়েত হবে মানুষের। আমি কথা দিয়ে যাচ্ছি, আলিপুরদুয়ার জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তাঁদেরই প্রার্থীই করবে তৃণমূল। কোনও নেতার কথায় কোনও প্রার্থী হবে না। আমি আবার এটা বলে যাচ্ছি। দরকার হলে আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব। আপনারা আমাকে বলবেন সরাসরি। তাঁর আরও প্রতিশ্রুতি, কোন বুথে কাকে দেখতে চান, মানুষ ঠিক করবে। মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী। কারও পা ধরে লাভ নেই।”
advertisement
আগামী ১৫-২০ দিন পর এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন অভিষেক। এ দিন আলিপুরদুয়ারের সভা থেকেও ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন অভিষেক৷ ফের একবার দিল্লি স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ দাবি করেছেন, তৃণমূল দুর্নীতিগ্রস্তদের পাশে থাকবে না৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: 'কারও পা ধরে লাভ নেই!' পঞ্চায়েতে বিরাট চমক তৃণমূলের? অভিষেকের ইঙ্গিত জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement