এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘ বহু বছর থেকে নদীতে পাকা সেতু দাবি জানানো হচ্ছে। অনেকে এসেছেন পরিদর্শন করে গিয়েছেন। কিন্তু সেতু আর হচ্ছেনা। এই ডুডুয়া নদীতে সেতু হলে উপকৃত হবে এলাকার কয়েক হাজার কৃষক। তারা খুব কম সময়ে ও সহজে তারা তাদের উৎপাদিত ফসল ধূপগুড়ি বাজারে নিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: জ্বালাতনের শেষ ছিল না! শেষমেশ খাঁচাবন্দি জোড়া লেপার্ড! দেখুন ভিডিও
advertisement
এই বিষয়ে আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা জানান, “সেচ দফতরে একাধিক বার বলেছি এলাকার অনেক নদীর সেতু নির্মাণ জন্য কিন্তু কোন উদ্যোগ নিচ্ছে না। বাসিন্দারা বর্তমানে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাংসদ আরও জানান, পুনরায় সেচ দফতরে তিনি গিয়ে বিষয়টি তুলে ধরবেন। দুটি নৌকা দিয়ে জল বাড়লে যাতায়াত হয়। একসঙ্গে অনেক মানুষ নৌকাতে উঠে যান।যার ফলে নৌকাডুবির আশঙ্কা লেগে থাকে।
Annanya Dey





