TRENDING:

Kaushiki Amavasya Puja:গা ছমছমে বনে তেঁতুলগাছের নীচে ৫০০ বছরের প্রাচীন পাতালচণ্ডী মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজোয় অগণিত ভক্ত সমাগম

Last Updated:

Kaushiki Amavasya Puja: ৫০০ বছরের প্রাচীন এই পাতাল চন্ডী মন্দির, গত কয়েক বছর ধরে প্রতি অমাবস্যায় পূজো হচ্ছে, কৌশিকী অমাবস্যায় জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হল পুজো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরষিত সিংহ, মালদহ: চারিদিকে অন্ধকার, সাধারণের যাতায়াত তেমন নেই। আমবাগান ঘেরা চারিদিক, বিশাল তেঁতুলগাছের নীচে দেবী-বিগ্রহ। মন্দিরের পাশেই বিশাল জলাশয়। এমন এক নিঝুম পরিবেশে ৫০০ বছরের প্রাচীন মন্দির প্রাঙ্গণে চলছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুজো অর্চনা যজ্ঞ। বিশাল আয়োজন, ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গনে বিশাল যজ্ঞ অনুষ্ঠিত হল কৌশিকী অমাবস্যার রাতে।
advertisement

মালদহের ইংরেজবাজার ব্লকের কাঁটাগড় এলাকায় রয়েছে প্রাচীন এই মন্দির। একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল চারিদিক। এই মন্দির তৈরি হয়েছিল গৌড়ে সেনবংশের  আমলে। বর্তমানে এই পাতালচণ্ডী মন্দির এক ঐতিহাসিক নিদর্শন। তবে এখনও বহু মানুষের কাছে অজানা এই মন্দিরের ইতিহাস। এই মন্দির প্রাঙ্গণে কৌশিকী অমাবস্যার রাতে অনুষ্ঠিত হল এক বিশাল যজ্ঞ। প্রায় এক কুইন্টাল চন্দন কাঠ দিয়ে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। গভীর রাত পর্যন্ত চলে পাতালচণ্ডী মন্দির প্রাঙ্গনে কালীপুজো ও যজ্ঞের অনুষ্ঠান। প্রায় প্রায় দুই শতাধিক ভক্তের সমাগম ঘটেছিল মন্দির প্রাঙ্গণে এদিন গভীর রাতে। পুরোহিত দিবাকর বাগচী বলেন, বহু প্রাচীন এই মন্দির। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়। প্রচুর ভক্ত আসেন। এই মন্দিরের পরিবেশ একেবারেই অন্যরকম। নিরিবিলি পরিবেশে এই মন্দির রয়েছে।

advertisement

আরও পড়ুন : ‘একেবারে অচেনা হয়ে গেলি’…কাঞ্চনের ক্ষমাপ্রার্থনায় রাজনীতি দেখছেন দেবলীনা, মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অন্যান্য মন্দিরের থেকে এই মন্দির প্রাঙ্গণের পরিবেশ একেবারেই আলাদা। আমবাগান ঘেরা ঘন জঙ্গল এক পাশে বিশাল জলাশয়। এই বছর প্রথম নয়, গত কয়েক বছর ধরেই কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রাচীন এই মন্দির প্রাঙ্গনে হয়ে আসছে পুজা অনুষ্ঠান। যদিও ধীরে ধীরে এই মন্দিরে ভক্তের সমাগম বৃদ্ধি পাচ্ছে পুজো উপলক্ষে। জাঁকজমক হচ্ছে প্রাচীন মন্দির প্রাঙ্গণের পুজো।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kaushiki Amavasya Puja:গা ছমছমে বনে তেঁতুলগাছের নীচে ৫০০ বছরের প্রাচীন পাতালচণ্ডী মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজোয় অগণিত ভক্ত সমাগম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল