TRENDING:

Elephant Rescue: গভীর কুয়োয় আটকে হস্তিশাবক, দুই গজরাজের কান ফাটানো চিৎকার! জেসিবি দিয়ে খুদেকে উদ্ধার করল বন দফতর

Last Updated:
Jalpaiguri Elephant Rescue: একটি হাতি চা বাগানে একটি গভীর কুয়োয় পড়ে যাওয়ায় বাকি দুই গজরাজের আর্ত চিৎকারে জেগে উঠে গোটা চা বাগান।
advertisement
1/6
কুয়োয় আটকে হস্তিশাবক, দুই গজরাজের কান ফাটানো চিৎকার! মরণফাঁদ থেকে ফিরল খুদে
জলপাইগুড়ি শহরের অদূরেই হাতির পাল। আর তার মধ্যেই বিপত্তি। কুয়োয় পড়ে গেল হাতির শাবক। কুয়োতে পরে আর্তনাদ গজ শাবকের। জলপাইগুড়িতে চাঞ্চল্য। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
advertisement
2/6
ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত করলা ভ্যালী চা বাগানে হাতির উপস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
advertisement
3/6
বৈকুণ্ঠপূর বনাঞ্চল থেকে তিনটি হাতির একটি দল খাবারের সন্ধানে হানা দেয় চা বাগানের শ্রমিক মহল্লায়। আসার সময় একটি হাতি চা বাগানের মধ্যে থাকা গভীর কুয়োয় পরে যাওয়ায়, বাকি দুই গজরাজের আর্ত চিৎকারে জেগে উঠে গোটা চা বাগান।
advertisement
4/6
ওই দুই পূর্ণবয়স্ক হাতি কুয়োতে পড়ে যাওয়া শাবককে সকাল থেকেই উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর থেকে প্রবল চিৎকার করতে থাকে! গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভিড় জমে ‌যায় চা বাগানের চারপাশে।
advertisement
5/6
খবর পেয়েই বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থল ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, তিনি এই প্রসঙ্গে বলেন, একটি অল্প বয়েসের হাতি কুয়োর মধ্যে পরে আটকে রয়েছে , আসা করছি দ্রুত হাতিটিকে উদ্ধার করা সম্ভব হবে।
advertisement
6/6
দীর্ঘ লড়ায়ের পর সেই হাতেটিকে JBC দিয়ে উদ্ধার করা হয়েছে। আটকে পড়া শাবককে ফিরিয়ে দিয়েছে বন দফতর। রাতে হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে বলে জানিয়েছেন বৈকন্ঠপুর ডিভিশনের এডিএফও দীপেন তামাং। সন্ধ্যা নামলেই জঙ্গলে ফেরানোর কাজ শুরু হবে বলেজানা গিয়েছে। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Elephant Rescue: গভীর কুয়োয় আটকে হস্তিশাবক, দুই গজরাজের কান ফাটানো চিৎকার! জেসিবি দিয়ে খুদেকে উদ্ধার করল বন দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল