Kanchan Mullick gets Slammed on RG Kar Issue: ‘একেবারে অচেনা হয়ে গেলি’...কাঞ্চনের ক্ষমাপ্রার্থনায় রাজনীতি দেখছেন দেবলীনা, মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা

Last Updated:

Kanchan Mullick gets Slammed on RG Kar Issue:ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন বটে অভিনেতা তথা বিধায়ক। কিন্তু তাতে ছবিটা বদলায়নি। তাঁর সহ-অভিনেতাদের নিশানায় এখনও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।

সহ-অভিনেতাদের নিশানায় এখনও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক
সহ-অভিনেতাদের নিশানায় এখনও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক
কলকাতা: ইন্ডাস্ট্রির অন্দরে এবং বাইরে লাগাতার চরম নিন্দার মুখে কা‍ঞ্চন মল্লিক। সোমবার রাতেই ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন বটে অভিনেতা তথা বিধায়ক। কিন্তু তাতে ছবিটা বদলায়নি। তাঁর সহ-অভিনেতাদের নিশানায় এখনও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। তাঁর ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি খুঁজে পেয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কা‍ঞ্চন প্রশ্ন করেছিলেন, আরজি কর কাণ্ডে যে ডাক্তাররা আন্দোলন করছেন তাঁরা সরকারের কাছ থেকে বেতন এবং পুজোর বোনাস নেবেন তো? যাঁরা সরকারি উপাধি ও পুরস্কার পেয়েছেন তাঁদেরও ছাড়েননি কাঞ্চন। ভিডিওতে প্রশ্ন তুলেছিলেন, তাঁরা সে সব ফিরিয়ে দেবেন তো? এর পরই নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের পোস্টে মনে করিয়ে দেন যে সরকারি বেতন বা যে কোনও পারিশ্রমিকই হয় করদাতাদের করের টাকায়। দিনভর নিন্দিত হয়ে কাঞ্চন অবশেষে নতিস্বীকার করেন। ফের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলেন, তিনি ধর্নামঞ্চে কিছু মন্তব্য করে ফেলেছেন। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।
ভিডিওতে কাঞ্চন জানান তাঁর বাড়িতেও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাঁকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দেন তিনি। কিন্তু তাঁর ধৈর্যচ্যুতির কারণ অন্যত্র। বলেন, তাঁর ভ্রাতৃসম এক বন্ধুর মা মৃতপ্রায় ছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণে।
advertisement
কা‍ঞ্চনের অভিযোগ, ডাক্তারদের ধর্মঘট থাকায় তাঁকে বাঁচানো যায়নি। সে দিনই তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। তবে কা‍ঞ্চন এও সংযোজন করেন যে ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা নিয়ে কোনও খারাপ মন্তব্য মন থেকে করতে চাননি। সকলে অশান্ত পরিস্থিতির চাপে। তিনিও আন্তরিক ভাবে ন্যায়বিচার চাইছেন নিহত তরুণী ডাক্তারের জন্য। ভিডিওর শেষে তিনি ফের সকলের কাছে ক্ষমা চেয়ে নেন।
advertisement
কা‍ঞ্চনের এই মন্তব্যেই রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি! একেবারে অচেনা হয়ে গেলি!’ চেনা বন্ধুর কাছ থেকে এহেন মন্তব্য পেয়ে বাকরুদ্ধ সুদীপ্তা চক্রবর্তী। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী Kanchan Mullick, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব,বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan Mullick gets Slammed on RG Kar Issue: ‘একেবারে অচেনা হয়ে গেলি’...কাঞ্চনের ক্ষমাপ্রার্থনায় রাজনীতি দেখছেন দেবলীনা, মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement