মাকে নিয়ে ট্রেনে করে ব্যাঙ্গালুরু থেকে বাড়ি ফিরছিলেন আলিপুরদুয়ার চার নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া নেতাজী রোড এলাকার বাসিন্দা শুভঙ্কর রায়। কিন্তু আর বাড়ি ফেরা হল না। মাঝ-রাস্তায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল একটা তরতাজা প্রাণ।
দুর্ঘটনার খবর পেয়ে শুভঙ্কের বাড়িতে আসেন পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকরা।আসেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, “আমরা এই দুর্দিনে পরিবারের পাশে আছি।” শুভঙ্কর একটি বেসরকারি স্টিল ফ্যাক্টরিতে চাকরি করতেন। বাড়িতে শুধু সে ও তাঁর মা থাকতেন। মায়ের হার্টের সমস্যা ছিল। ছেলে তাঁকে বেঙ্গালুরু নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে।
advertisement
ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। বেলাইন হয়ে গেল বেঙ্গালুরু থেকে কামাক্ষ্যাগামী এক্সপ্রেস ট্রেন।রেল সূত্রে খবর, ওড়িশার কটক ছেড়ে কেন্দাপাড়ার কাছে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। কটকের মাঙ্গুলিতে আচমকাই বেলাইন হয়ে যায় ট্রেনটি। ট্রেনটির এসি কামরাগুলি লাইনচ্যুত হয়ে যায়। যার মধ্যে বি৯ থেকে বি১৪ কামরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
Annanya Dey





