মালদহ জেলা প্রশাসনের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ও ট্রাইবেল ডেভেলপমেন্ট দফতরের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরাতন মালদহের একটি বয়েজ হোস্টেলের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছয়টি পদ রয়েছে। গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা এই ছয়টি পদের জন্য আবেদন করতে পারবেন।
advertisement
আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য তথ্য প্রমাণ পত্র দিতে হবে জমা। পদগুলি হল হস্টেল সুপ্রিয়েন্টেড-১ টি (এসি), কেয়ারটেকার( মেল)-১ টি( ইউআর), কুক-১টি, হেল্পার -১টি, নাইটগার্ড -১ টি, কর্মবন্ধু( পার্টটাইম)-১ টি। সুপ্রিয়েন্টেড পদের জন্য বেতন- ১৫০০০ টাকা। বাকি পদগুলিতে ৯০০০-৫০০০ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে প্রতি মাসে। কন্ট্রাকচুয়াল হিসেবে এই পথগুলিতে নিয়োগ করা হবে। সুপ্রিয়েন্টেড পদের জন্য প্রার্থীর যোগ্যতা গ্রাজুয়েশন হতে হবে।
আরও পড়ুন-স্বামী বাড়িতে না থাকলেই এসব করতেন ঐশ্বর্য…! এতদিনে ফাঁস করলেন অভিষেক, জানলে রাতের ঘুম উড়বে আপনারও
কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস অন্যান্য পদগুলোর জন্য অষ্টম শ্রেণি পাস থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুপ্রিয়েন্টেড ও কেয়ারটেকার পদের জন প্রার্থীদের লিখিত পরীক্ষার নেওয়া হবে। বাকি পদগুলির জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানতে হলে দফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ওয়েবসাইট – www.malda.gov.in
হরষিত সিংহ