এই প্রথমবার জলপাইগুড়িতে ধর্ষণ মামলায় একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ঘটনার সূত্রপাত ২০২০ সালের অগাস্টে। অভিযোগ, ওই নাবালিকাকে প্রথমে অপহরণ করা হয়। তারপর তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়, যাতে প্রমাণ লোপাট করা যায়।
advertisement
দীর্ঘ প্রায় চার বছর ধরে মামলার শুনানি ও একাধিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর আজ বিশেষ পকসো আদালত এই রায় ঘোষণা করে। মামলার সরকারি কৌঁসুলি দেবাশিস দত্ত জানান, “জলপাইগুড়িতে এই প্রথম একসঙ্গে তিনজনকে ধর্ষণ মামলায় ফাঁসির সাজা দেওয়া হল। এটি নজিরবিহীন।”
তিনি আরও জানান, এক আসামী তার শরীরের গেঞ্জি ছিঁড়ে মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে মেরে সেপটিক ট্যাঙ্কে মধ্যে ফেলে দেয়।
advertisement
—সুরজিত দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 5:07 PM IST