Calcutta High Court: ছোট থেকেই ছেলেকে দেখেনি মা, বৃদ্ধ বয়সে অসহায় মা-কে কি দেখতে হবে ছেলেকে? কলকাতা হাইকোর্টের বিরাট রায়! দেশের মধ্যে বেনজির রায়

Last Updated:
Calcutta High Court: বৃদ্ধাশ্রমে থাকা স্বামীর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করে তার ভরণপোষণ ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে পুত্রবধূকে, বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
1/8
বৃদ্ধাশ্রমে থাকা অসুস্থ বৃদ্ধা মায়ের ভরণপোষণ ও চিকিৎসার স্বার্থে ছেলেকে খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ বলেন,
বৃদ্ধাশ্রমে থাকা অসুস্থ বৃদ্ধা মায়ের ভরণপোষণ ও চিকিৎসার স্বার্থে ছেলেকে খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ বলেন, "সন্তান ও মায়ের মধ্য সম্পর্কের বিবাদে হস্তক্ষেপ না করলেও, অসুস্থ বৃদ্ধা মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে ছেলেকেই।" এরপরই বিচারপতির নির্দেশ, বৃদ্ধাশ্রমে থাকা মায়ের জীবন ধারণের প্রয়োজনীয় ও অত্যাবশ্যক বিষয়গুলির জন্য এবং সাধারণ চিকিৎসার জন্য খরচ দিতে হবে পুত্রকে। এই সংক্রান্ত খরচ বৃদ্ধাশ্রমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৯ জুলাই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে মাসিক খরচ বাবদ টাকার অঙ্ক আদালতে জানানোর নির্দেশ দেন বিচারপতি সিংহ।
advertisement
2/8
বৃদ্ধাশ্রমে থাকা স্বামীর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করে তার ভরণপোষণ ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে পুত্রবধূকে, বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ,
বৃদ্ধাশ্রমে থাকা স্বামীর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করে তার ভরণপোষণ ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে পুত্রবধূকে, বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ, "যেহেতু বৃদ্ধার ছেলে কর্মসূত্রে বাইরে থাকে, তাই অসুস্থ বৃদ্ধাকে দেখতে যাবেন পুত্রবধূ এবং তাঁর অবস্থার বিবেচনা করে সুব্যবস্থা সম্পন্ন বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করতে পারবে পুত্রবধূ।" এই মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই।
advertisement
3/8
বুধবার মামলাকারী বৃদ্ধার আইনজীবী দেবান্নিতা প্রামাণিক জানান যে, কোমড়ের নিচ থেকে আংশিকভাবে প্রতিবন্ধী বৃদ্ধা হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করেন। বর্তমান বৃদ্ধাশ্রমের মধ্যে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরার প্রয়োজনীয় পরিকাঠামো নেই তাই বৃদ্ধাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে হোম কর্তৃপক্ষ। পরিকাঠামোগত উন্নত হোমে বৃদ্ধাকে স্থানান্তর করার মতন আর্থিক অবস্থা নেই ওই অসরকারি সংস্থার জানায় আইনজীবী। তাই এই বিষয় পরবর্তীতে আরও তথ্য দেবেন জানান আইনজীবী।
বুধবার মামলাকারী বৃদ্ধার আইনজীবী দেবান্নিতা প্রামাণিক জানান যে, কোমড়ের নিচ থেকে আংশিকভাবে প্রতিবন্ধী বৃদ্ধা হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করেন। বর্তমান বৃদ্ধাশ্রমের মধ্যে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরার প্রয়োজনীয় পরিকাঠামো নেই তাই বৃদ্ধাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে হোম কর্তৃপক্ষ। পরিকাঠামোগত উন্নত হোমে বৃদ্ধাকে স্থানান্তর করার মতন আর্থিক অবস্থা নেই ওই অসরকারি সংস্থার জানায় আইনজীবী। তাই এই বিষয় পরবর্তীতে আরও তথ্য দেবেন জানান আইনজীবী।
advertisement
4/8
ছেলের আইনজীবী দাবি করেন যে, বৃদ্ধার মেডিক্যাল রিপোর্ট বা বর্তমান অবস্থার কোনও নথি ও খোঁজ নেই তাদের কাছে। আইনজীবী আরও জানায় যে স্বামী বাইরে থাকায়, দুই সন্তানকে নিয়ে পরিবার একা সামলান পুত্রবধূ। এই অবস্থায় বৃদ্ধার দায়িত্ব নিতে পারবেন না তিনি জানায় আইনজীবী। বিচারপতি অমৃতা সিংহ বলেন,
ছেলের আইনজীবী দাবি করেন যে, বৃদ্ধার মেডিক্যাল রিপোর্ট বা বর্তমান অবস্থার কোনও নথি ও খোঁজ নেই তাদের কাছে। আইনজীবী আরও জানায় যে স্বামী বাইরে থাকায়, দুই সন্তানকে নিয়ে পরিবার একা সামলান পুত্রবধূ। এই অবস্থায় বৃদ্ধার দায়িত্ব নিতে পারবেন না তিনি জানায় আইনজীবী। বিচারপতি অমৃতা সিংহ বলেন, "একবার গিয়ে বৃদ্ধার অবস্থা দেখে আসতে সমস্যা কোথায় পুত্রবধূর, কেন অযথা আপত্তি করছেন তিনি।"
advertisement
5/8
প্রসঙ্গত ছেলের থেকে বৃদ্ধাশ্রমে থাকার ও চিকিৎসার মাসিক খরচের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৬৮ বছরে অসুস্থ বৃদ্ধা। শুনানিতে ছেলে জানায় যে, জন্ম দেওয়া ছাড়া সন্তানের প্রতি কোনও দায়িত্ব পালন করেনি বৃদ্ধা। দিদা ও দাদুর কাছে মানুষ হয়েছেন তিনি। ছেলের যেহেতু অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, তাই বৃদ্ধা মহিলার নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলির খরচ বহন করতেহবে ছেলেকে বলেন বিচারপতি এবং বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে মাসিক খরচ বাবদ টাকার অঙ্ক আদালতে জানানোর নির্দেশ দেন বিচারপতি সিনহা।
প্রসঙ্গত ছেলের থেকে বৃদ্ধাশ্রমে থাকার ও চিকিৎসার মাসিক খরচের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৬৮ বছরে অসুস্থ বৃদ্ধা। শুনানিতে ছেলে জানায় যে, জন্ম দেওয়া ছাড়া সন্তানের প্রতি কোনও দায়িত্ব পালন করেনি বৃদ্ধা। দিদা ও দাদুর কাছে মানুষ হয়েছেন তিনি। ছেলের যেহেতু অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, তাই বৃদ্ধা মহিলার নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলির খরচ বহন করতেহবে ছেলেকে বলেন বিচারপতি এবং বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে মাসিক খরচ বাবদ টাকার অঙ্ক আদালতে জানানোর নির্দেশ দেন বিচারপতি সিনহা।
advertisement
6/8
প্রসঙ্গত ছেলের থেকে বৃদ্ধাশ্রমে থাকার ও চিকিৎসার মাসিক খরচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৬৮ বছরে এক বৃদ্ধা। তাঁর আইনজীবী দেবান্বিতা প্রামাণিক জানান কাউ দেখার নেই বৃদ্ধাকে। অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে নদিয়া কল্যাণীর এক এনজিও সংস্থার বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন অনুযায়ী নিজের ছেলের থেকে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে খরচ চেয়ে মহকুমাশাসকের কাছে আবেদন করা হলেও কোনও সুরাহা মেলেনি।
প্রসঙ্গত ছেলের থেকে বৃদ্ধাশ্রমে থাকার ও চিকিৎসার মাসিক খরচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৬৮ বছরে এক বৃদ্ধা। তাঁর আইনজীবী দেবান্বিতা প্রামাণিক জানান কাউ দেখার নেই বৃদ্ধাকে। অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে নদিয়া কল্যাণীর এক এনজিও সংস্থার বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন অনুযায়ী নিজের ছেলের থেকে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে খরচ চেয়ে মহকুমাশাসকের কাছে আবেদন করা হলেও কোনও সুরাহা মেলেনি।
advertisement
7/8
ছেলের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দাবি করেন যে, জন্ম দেওয়া ছাড়া সন্তানের প্রতি কোনও দায়িত্ব পালন করেননি বৃদ্ধা। বিবাহ বিচ্ছেদ হয়ে আলাদা নিজেদের মত থাকতেন তাঁর বাবা-মা এবং দিদা ও দাদুর কাছে মানুষ হয়েছে তার মক্কেল। আইনজীবীর অভিযোগ ছেলের সাথে কোনও সম্পর্ক রাখেনি মা, এমনকি পরবর্তীতে পুত্রবধূ বা নাতি নাতনিদেরও দেখতে আসেননি মামলাকারী বৃদ্ধা।
ছেলের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দাবি করেন যে, জন্ম দেওয়া ছাড়া সন্তানের প্রতি কোনও দায়িত্ব পালন করেননি বৃদ্ধা। বিবাহ বিচ্ছেদ হয়ে আলাদা নিজেদের মত থাকতেন তাঁর বাবা-মা এবং দিদা ও দাদুর কাছে মানুষ হয়েছে তার মক্কেল। আইনজীবীর অভিযোগ ছেলের সাথে কোনও সম্পর্ক রাখেনি মা, এমনকি পরবর্তীতে পুত্রবধূ বা নাতি নাতনিদেরও দেখতে আসেননি মামলাকারী বৃদ্ধা।
advertisement
8/8
উভয় পক্ষের বক্তব্য শুনে ছেলের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিংহ বলেন,
উভয় পক্ষের বক্তব্য শুনে ছেলের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিংহ বলেন, "বৃদ্ধা আপনার মা, তিনি অসুস্থ, আইন অনুযায়ী আপনাকে ভরণপোষণের দায়িত্ব নিতে হবে। বিবাদের বিষয় আমি যাচ্ছিনা, কিন্তু একজন অসুস্থ বৃদ্ধাকে এই ভাবে ফেলে দেওয়া যাবে না।" বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু অর্থনৈতিক ভাবে সচ্ছলতা রয়েছে ছেলের, তাই বৃদ্ধা মহিলার নিত্য প্রয়োজনীয় বিষয়গুলির খরচ বহন করতে হবে ছেলেকে।
advertisement
advertisement
advertisement