ভ্রমণের অঙ্গ হিসেবে এদিন মালদহের ইংরেজবাজার ব্লকের ফতেপুর গ্রামে গম্ভীরা উৎসবে শামিল হন ইতালি থেকে আসা পাঁচজন গবেষক। এই গম্ভীরা উৎসবের মধ্য দিয়ে মুখা নাচ, গম্ভীরা নাট্য ও নৃত্য তাঁদের সামনে তুলে ধরেন গম্ভীরা শিল্পীরা। গম্ভীরা শিল্পী বাবলু মণ্ডল জানান, “শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, বাংলার লোকসংস্কৃতিও যে পর্যটকদের আকর্ষিত করছে তা এই থেকে প্রমাণিত। আজ সারাদেশের বিখ্যাত নিদর্শনের সঙ্গে তাঁরা বাংলা লোকসংস্কৃতিকে বেছে নিয়েছেন তা খুব দূরদর্শী। তাঁদের মাধ্যমে মালদহ জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচয় পাবে আমরা আশা করছি।”
advertisement
গ্রামের এই গম্ভীরা উৎসবকে ঘিরে চরম উন্মাদনা দেখা দেয় গ্রামবাসীদের মধ্যে। কেউ মোবাইলে সেলফি তুলতে, তো কেউ পরিচয় জানতে নিজেদের মতো করে কথা বলেন বিদেশি পর্যটকদের সঙ্গে। পাশাপাশি বিদেশি পর্যটক এবং গ্রামবাসীদের মধ্যে আলাপচারিতা বোঝার জন্য ইংরেজি, বাংলা ও খোট্টা ভাষায় গাইডের মাধ্যমে কথোপকথন এবং গম্ভীরার নাট্যচিত্রকে বোঝানো হয়।





