বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কলেজগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে সমস্ত কলেজগুলিকে প্রস্তুতি জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত স্পোর্টস গ্রাউন্ডে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তি মন্ত্রী সহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর পবিত্র চট্টোপাধ্যায় বলেন, “ইন্টার কলেজ স্পোর্টস অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সমস্ত কলেজগুলি অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।”
advertisement
আরও পড়ুন: ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে দেবী লক্ষ্মী ‘রুপশ্রীতে’ বর-কনে! মডেল দুয়ারে সরকার ক্যাম্পে হচ্ছে টা কি?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলবে। ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। ব্যক্তিগত ও দলগত মোট ৩০টি ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি কলেজ থেকে প্রতিটি ইভেন্টের জন্য তিনজন করে অংশগ্রহণ করতে পারবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মালদহ জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই ইভেন্টগুলির আয়োজন করা হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মালদা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবমিলিয়ে সাড়ম্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে।
হরষিত সিংহ





