Lakshmir Bhandar: 'লক্ষীর ভান্ডার' প্রকল্পে দেবী লক্ষ্মী 'রুপশ্রীতে' বর-কনে! মডেল দুয়ারে সরকার ক্যাম্পে হচ্ছে টা কি?

Last Updated:

Lakshmir Bhandar: সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে মডেল দুয়ারে সরকার শিবির, নাটক অভিনয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গুলি সাধারণ মানুষকে বোঝাতে এমন উদ্যোগ ব্লক প্রশাসনের

+
‘লক্ষ্মীর

‘লক্ষ্মীর ভাণ্ডারের’ স্টলে বসে লক্ষ্মী, 'রুপশ্রীতে' বর-কনে! সাজানো দুয়ারের সরকার শিবির

মালদহ: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ স্টলে বসে রয়েছেন দেবী লক্ষ্মী, সঙ্গে লক্ষীভাঁড়, রুপশ্রী স্টলে বসে আসেন বর-কনে। ‘সবুজ সাথী’ স্টলে একদল পড়ুয়া। এই রকম একাধিক ভঙ্গিতে সাজিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পগুলিকে। গোটা দুয়ারের সরকার শিবির এমনভাবেই সাজানো গুছানো।
গ্রামীন এলাকার একেবারেই সাধারণ মানুষদের মধ্যে সরকারি নানান প্রকল্পের প্রচার ও  প্রকল্প গুলি সম্পর্কে ধারণা তৈরি করতে এমনই এক অভিনব সাজে সাজিয়ে তোলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের শিবির। যা ইতিমধ্যে যথেষ্ট সারা ফেলেছে এলাকায়। শুধু তাই নয়, ব্লক প্রশাসনের উদ্যোগে দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
এমনই এক দুয়ারে সরকার শিবির দেখা যাচ্ছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক জুড়ে। রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। এবার মোট ৩৭ টি প্রকল্পের পরিষেবা সুবিধা সংক্রান্ত বিষয়ে নানান সমস্যার সমাধান করা হচ্ছে এই শিবির গুলি থেকে। সাধারণ মানুষ যেন এই দুয়ারে সরকার শিবিরে আসেন তার জন্য হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মডেল দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে।
advertisement
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে দুয়ারে সরকার শিবির উপলক্ষে সরকারিভাবে একটি ব়্যালি করা হয়। এই বাইক র‍্যালির মাধ্যমে প্রচার করা হয় ব্লকের বিভিন্ন প্রান্তে। বিডিও তাপস পাল বলেন, নাটক গান অভিনয়ের মাধ্যমে কোনও কিছু সাধারণ মানুষের মধ্যে বেশি প্রবাহিত করে। তাই দুয়ারে সরকার শিবিরে এমন উদ্যোগ পরিকল্পনা। মডেল দুয়ারে সরকার শিবির করা হচ্ছে। মানুষ যেন বেশি করে এই শিবির গুলিতে আসেন তাই এই উদ্যোগ।
advertisement
স্থানীয় দৌলত নগর হাই স্কুলে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। সাধারণ মানুষের কাছে এই শিবিরের প্রচার ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে নানান তথ্য জানাতে এক অভিনব উদ্যোগ। প্রায় প্রতিটি প্রকল্পের একটি করে স্টল করা হয়েছে। সেখানেই বসে রয়েছে নানাভাবে সাজে প্রকল্পের উপভোক্তা। যে প্রকল্পে যারা সুবিধা পেয়ে থাকেন তেমনি সাজে সাজিয়ে বসিয়ে রাখা রয়েছে অনেককেই।
advertisement
এমনকি সয়ম্বর গোষ্ঠীর মহিলারাও এখানে তারা যে সমস্ত সুবিধা গুলো পাচ্ছেন সেগুলি শিবিরে আসা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছেন। শিবিরে চলছে গম্ভীরা গান। এই গম্ভীরা গানের মাধ্যমেও সরকারি প্রতিটি প্রকল্পের কী কী সুবিধা রয়েছে কীভাবে আবেদন করা যাবে এই সমস্ত বিষয়গুলি নিয়েও গানের মাধ্যমে বোঝানো হচ্ছে। সবমিলিয়ে এক অভিনব দুয়ারে সরকার শিবির আয়োজন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের। স্থানীয়রাও ব্লক প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lakshmir Bhandar: 'লক্ষীর ভান্ডার' প্রকল্পে দেবী লক্ষ্মী 'রুপশ্রীতে' বর-কনে! মডেল দুয়ারে সরকার ক্যাম্পে হচ্ছে টা কি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement